ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে আশাবাদী পাকিস্তান

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ পিএম

সর্বশেষ এশিয়া কাপের আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু দেশটিতে ভ্রমণে অস্বীকৃতি জানায় ভারত। চিরপ্রতিপক্ষের এমন আপত্তির মুখে টুর্নামেন্ট আয়োজন করা হয় হাইব্রিড মডেলে। তাই ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও শেষ পর্যন্ত তাদের মাটিতে টুর্নামেন্ট আয়োজন করতে পারে কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে সেই শঙ্কা গত ১৫ ডিসেম্বর কিছুটা হলেও দূর হয়েছে।

এদিন দুবাইয়ে আইসিসির সঙ্গে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের স্বত্ব চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে পিসিবি।  আইসিসির সদর দপ্তরে সংস্থাটির প্রধান আইন উপদেষ্টা জোনাথন হলের সঙ্গে পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে এই চুক্তি করেন জাকা আশরাফ।

ওই বিবৃতিতে বলা হয়, আইসিসির সদর দপ্তরে সংস্থাটির প্রধান আইন উপদেষ্টা জোনাথন হলের সঙ্গে বসে আয়োজনের স্বত্ব চুক্তি করেছেন পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে চলা আন্তর্জাতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারটি আগেই সরকারকে জানিয়েছে পিসিবি।

অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক সম্প্রতি পিসিবি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের সঙ্গে এক বৈঠকে নিশ্চিত করেছেন, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে নিরাপত্তা সংস্থাগুলো সহায়তা করবে বলে আরও যোগ করা হয় বিবৃতিতে।

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের স্বত্ব চুক্তি করা হয়ে গেলেও এখনো এই আসর নিয়ে কিছুটা শঙ্কা থাকছেই। বিশেষ করে ভারতকে পাকিস্তানের মাটিতে ম্যাচ খেলানো নিয়ে জটিলতা তৈরি হতে পারে। ২০০৮ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল পাকিস্তান। প্রতিবেশি দেশটিতে সেটাই ছিল ভারতীয় ক্রিকেট দলের সর্বশেষ সফর।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে পাকিস্তানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ভারতীয় ক্রিকেট দলকে নিজেদের মাটিতে নিয়ে আসা।

ভারত সরকার তাদের জাতীয় দলকে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে দেবে কি না, এ নিয়ে বড় প্রশ্ন আছে। সর্বশেষ এশিয়া কাপে নিরাপত্তা শঙ্কায় পাকিস্তানে কোনো ম্যাচ খেলেনি ভারত। তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়।

FI
আরও পড়ুন