ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গেইল-তামিমের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৭ পিএম

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল ও বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালের একটি মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ আসরের ৩৫তম ম্যাচে সিলেটের বিপক্ষে ফরচুন বরিশালের দুর্দান্ত জয়ে ৩২ বলে তিন চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫২ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

মুশফিক এদিন ৩টি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে সবমিলে তৃতীয় এবং দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ১০০টি ছক্কা হাঁকানোর মাইলফলক স্পর্শ করেন। তার আগে এই নজির গড়েন ক্রিস গেইল ও তামিম ইকবাল। বিপিএলে ৫২ ম্যাচে অংশ নিয়ে ১৪৩টি ছক্কা হাঁকান ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। ৯৯ ম্যাচে অংশ নিয়ে ১০৩টি ছক্কা হাঁকান ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

১২১ ম্যাচে অংশ নিয়ে ১০০টি ছক্কা হাঁকান ফরচুন বরিশালের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ১১০ ও ১১৪ ম্যাচে অংশ নিয়ে ইতোমধ্যে ৯৭ ও ৯৫টি করে ছক্কা হাঁকিয়ে মাইলফলক স্পর্শ করার পথে রয়েছেন বাংলাদেশ দলে সাবেক হয়ে যাওয়া তারকা ওপেনার ইমরুল কায়েস ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

AH/SA
আরও পড়ুন