ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। উভয় দলের সামনে সিরিজ জয়ের সুযোগ।
প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। শ্বাসরুদ্ধকর প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩ রানে হারায় লঙ্কানরা। দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় টাইগাররা। ৮ উইকেটের জয়ে সিরিজে সমতা ফেরায় শান্ত-লিটনরা। এতে তৃতীয় ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচে রূপ নেয়।
প্রথমবারের মতো তিন ম্যাচের দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ-শ্রীলংকা। এর আগে দুই দলের তিনটি দ্বিপাক্ষিক সিরিজের সবগুলোতেই জয় পেয়েছে শ্রীলংকা। সব মিলিয়ে এই ফরম্যাটে শ্রীলংকা এগিয়ে আছে। মোট ১৫ ম্যাচ খেলে ৫ টিতে জয় এবং ১০ টিতে হেরেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আগামী জুনে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয় বাড়তি অনুপ্রেরণা যোগাবে বাংলাদেশকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মতে, সিরিজ নির্ধারণী ম্যাচে বোলারদের পারফরমেন্স গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, শেখ মাহেদি হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, জাকির আলি অনিক।
শ্রীলংকা দল: হাসারাঙ্গা ডি সিলভা (অধিনায়ক), চারিথ আসালঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দাসুন শানাকা, মহেশ থিকশানা, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকবেলা, দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, মাথিশা পাতিরানা, আকিলা ধনাঞ্জয়া, বিনুরা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, জেফরি ভান্ডারসে।
