ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইউরোপা লিগ

বায়ার লেভারকুসেনের অপরাজিত থাকার কীর্তি

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৮:২৩ এএম

ইউরোপা লিগে বৃহষ্পতিবার (১৪ মার্চ) বায়ার লেভারকুসেনের জন্য ছিল অনন্য এক রাত। ইউরোপা লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে তারা কারাবাগকে ৩-২ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে ৫-৪ গোল গড় নিয়ে দলটি কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে।

বৃহষ্পতিবারের জয়টা বুন্দেসলিগার এ ক্লাবটির জন্য অনন্য এক অর্জন। একে তো শেষ আটে জায়গা নিশ্চিত হয়েছে আর টানা অপরাজিত থাকার কীর্তিও গড়েছে দলটি। ৩৭ ম্যাচে অপরাজিত তারা।

ক্লাবটি এরই মধ্যে জার্মান রেকর্ড করেছে। গত মাসে বায়ার্ন মিউনিখের গড়া ৩২ ম্যাচ অপরাজিত থাকার কীর্তিকে টপকে যায় তারা। বতর্মানে শীর্ষস্থানীয় পাঁচ ইউরোপ লিগের মধ্যে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে তৃতীয় স্থানে রয়েছে জার্মান ক্লাবটি। ৩৮ ম্যাচ অপরাজিত থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান। ২০০৪-০৫ মৌসুমে তারা এ কীর্তি গড়েছিল। সেরা রেকর্ডটিও ইতালিয়ানদের দখলে। ২০১১-১২ মৌসুমে টানা ৪২ ম্যাচ অপরাজিত ছিল জুভেন্টাস। এবার হয়তো সেই কাীর্তি তাদের হারাতে হবে।

বায়ার লেভারকুসেন হয়তো জুভেন্টাসের রেকর্ডের দখল নেবে। তাদের বর্তমান পারফরম্যান্সই এমন সম্ভাবনা তৈরি করেছে। ক্লাব ইতিহাসে কখনো ঘরোয়া লিগ শিরোপা না জেতা দলটি এবার পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। দ্বিতীয় স্থানে থাকা বায়ার্ন মিউনিখ থেকে এরই মধ্যে নিজেদেরকে ১০ পয়েন্টে ব্যবধানে এগিয়ে রেখেছে। ২৫ ম্যাচের একটা ম্যাচেও তারা এখনো হারেনি। জুভেন্টাসকে পেছনে ফেলে টানা অপরাজিত থাকার রেকর্ড নিজেদের করতে আর মাত্র ছয় ম্যাচে জয় দরকার তাদের।

AH
আরও পড়ুন