ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ইউরোপা লিগ

স্বপ্ন ভঙ্গ লেভারকুসেনের, শিরোপা আটালান্টার

আপডেট : ২৩ মে ২০২৪, ০৭:৩৯ এএম

লেভারকুসেনের ম্যাচ মানেই প্রতিপক্ষের মুখে হতাশা। বিপরীতে লেভারকুসেনের খেলোয়াড়দের মুখে স্বস্তির হাসি। এতদিন ম্যাচ শেষে এমনটাই ছিল চিত্র। কিন্তু ইউরোপা লিগের ফাইনাল শেষে দেখা গেল ভিন্ন চিত্র। লেভারকুসেনের খেলোয়াড়রা হতাশায় মুখ থুবড়ে পড়েছে। অন্যদিকে আটালান্টা মেতেছে উৎসবে। বুধবার (২২ মে) রাতে ইউরোপা লিগের ফাইনালে রেকর্ড ম্যাচ অপরাজিত থাকা লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছে আটালান্টা।

ম্যাচ শেষে সাফল্যের হাসি হাসবে এমনই প্রস্তুতি ছিল লেভারকুসেনের খেলোয়াড়দের। স্বপ্ন ছিল ট্রেবল জয়ের। কিন্তু সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচ অপরাজিত থাকার পর মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচটাতেই হেরে বসল লেভারকুসেন। তাদের স্বপ্ন ভঙ্গ করেছে আটালান্টার ইতিহাস গড়ার নায়ক আদেমোলা লোকমান। ম্যাচজুড়ে একক নৈপুণ্যের দুর্দান্ত প্রদর্শনীতে হ্যাটট্রিক করেছেন এই নাইজেরিয়ান উইঙ্গার।

লেভারকুসেনকে মৌসুমের প্রথম হার উপহার দেওয়া ম্যাচটি ৬১ বছর পর শিরোপা স্বাদ এনে দিয়েছে আটালান্টাকে। যেটি ক্লাবটির প্রথম ইউরোপিয়ান শিরোপাও বটে। পাশাপাশি আটালান্টার দুর্দান্ত এ জয় জানিয়ে দিল যে লেভারকুসেনও হারতে জানে। নয়তো হারের স্বাদ কেমন সেটা তো ভুলেই গিয়েছিল চলতি মৌসুমে একের পর এক রেকর্ড ভাঙা ক্লাবটি।

ম্যাচের ২৬ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়ে লেভারকুসেন। তখনও অবশ্য ঘুরে দাঁড়ানোর স্বপ্ন হারায়নি ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এর আগে ৪ ম্যাচে দুই গোলে পিছিয়ে থেকে ম্যাচ বাঁচিয়েছিল লেভারকুসেন। যার একটিতে জয় এবং অন্য ৩ ম্যাচে ড্র করেছে তারা। এবারও সমর্থকদের আশা ছিল তেমন কিছুর। কিন্তু দিনটি ছিল কেবলই আটালান্টার, আরও বিশেষভাবে বললে লোকমানের। যা শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে দেয়নি এ মৌসুমে আলোনসোর ইতিহাস গড়া দলটিকে।  

ডাবলিনের ফাইনালে এদিন ভিক্টর বোনিফেস ও প্যাট্রিক শিকের মতো তারকাদের বেঞ্চে রেখে একাদশ সাজান আলোনসো। দুই সেরা তারকাকে বাইরে রাখলেও কৌশলে কোনো পরিবর্তন আনেননি লেভারকুসেন কোচ। ম্যাচের শুরু থেকে লেভারকুসেন স্বভাবসুলভ পজেশন ধরে রাখার চেষ্টা করলেও, আকস্মিক আক্রমণে গিয়ে চমকে দিচ্ছিল আটালান্টা। ইতালিয়ান ক্লাবটি অবশ্য বেশ আক্রমণাত্মক কৌশলে নিজেদের খেলা শুরু করে। প্রথম ১০ মিনিটে যদিও বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি কেউই।

ইতালিয়ান ক্লাবটি ম্যাচের ১২ মিনিটে লেভারকুসেনকে থমকে দেয়। দারুণ এক আক্রমণ থেকে ডাভিড জাপাকোস্তার পাস থেকে দারুণ ফিনিশিংয়ে আতালান্তাকে এগিয়ে দেন লোকমান। গোল হজম করে লেভারকুসেন ম্যাচে ফিরতে চেষ্টা করে। কিন্তু ঘটে উল্টো ঘটনা। ২৬ মিনিটে দারুণ প্রেসিংয়ে লেভারকুসেনের বক্সের কাছাকাছি বল আদায় করে নেন লোকমান। এরপর প্রতিপক্ষের এক খেলোয়াড়কে কাটিয়ে দারুণ শটে নিজের ও দলের দ্বিতীয় গোল আদায় করে নেন নাইজেরিয়ান এ উইঙ্গার। দুই গোলে এগিয়ে গিয়েও যেন সন্তুষ্ট ছিল না আটালান্টা। মৌসুমে ৫১ ম্যাচে অপরাজিত থাকা দলটির ক্রমাগত চাপ প্রয়োগ করতে থাকা তারা। ৩৫ মিনিটে দারুণ এক সুযোগ হাতছাড়া করে লেভারকুসেন। প্রথমার্ধের বাকি সময়েও দুই দল চেষ্টা করে গোল আদায়ের। শেষ পর্যন্ত অবশ্য কেউই আর সফল হয়নি। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আটালান্টা। এরপর ম্যাচের ৭৫ মিনিটে আরেকটি দারুণ গোলে নিজের হ্যাটট্রিক পূরণ করে লেভারকুসেনের ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেন লোকমান। শেষ দিকে অবশ্য লেভারকুসেন চেষ্টা করেও পায়নি সান্ত্বনাসূচক গোলটি। শেষ পর্যন্ত ট্রেবল জয়ের স্বপ্ন ভাঙার হতাশা নিয়েই মাঠ ছেড়েছে তারা। আর লেভারকুসেনের হতাশার বিপরীতে ইতিহাস গড়ার আনন্দে মেতেছে আতালান্তা।

ট্রেবল জেতার সুযোগ হারালেও এখনো ডাবল জয়ের সুযোগ এখনো আছে লেভারকুসেনের। আগামী রোববার জার্মান কাপের শিরোপা জয়ের লক্ষ্যে কাইজারস্লাটার্নের বিপক্ষে মাঠে নামবে তারা।

AH
আরও পড়ুন