সুয়ারেজের জোড়া গোলে মায়ামির উৎসব

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০৯:১৫ এএম

ইনজুরির কারণে মেসি ছিলেন না। ফলে একটা শঙ্কা ছিল ইন্টার মায়ামির। সেই শঙ্কাটা আরও ভয়ঙ্কর করে তুলেছিলেন ডিসি ইউনাইটেডের জারেড স্ট্রাউড। শনিবার (১৬ মার্চ) রাতে ম্যাচের শুরুতেই গোল করে সফরকারী ইন্টার মায়ামির সমর্থকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু ইন্টার মায়ামিকে থামানো যায়নি। পিছিয়ে পড়েও ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে মেসিহীন ইন্টার মায়ামি।

বন্ধু মেসির অনুপস্থিতিতে দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বদলি হিসেবে নামা লুইস সুয়ারেজ। করেছেন জোড় গোল। মায়ামির হয়ে অন্য গোলটি করেছেন লিওনাদ্রো কাম্পানা। তার গোলেই ম্যাচে ফিরেছিল মায়ামি।

এ নিয়ে মায়ামি টানা দ্বিতীয় ম্যাচ লিওনেল মেসিকে ছাড়াই মাঠে নেমেছিল। এ ম্যাচের অভিজ্ঞতা ভালো হলেও প্রথম ম্যাচের স্মৃতি মোটেও স্বস্তির নয়। এফসি মন্ট্রিলের কাছে তারা ২-৩ গোলে হেরেছিল। গত বুধবার কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে ন্যাশভিলের বিপক্ষে খেলার সময় ডান পায়ে আঘাত পেয়েছিলেন আটবারের ব্যালন ডি অর মেসি। সে থেকেই তার খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাকে বাস্তবে রূপ দিয়ে মেসি মাঠে নামতে পারেননি।

পয়েন্ট টেবিলে ডিসি ইউনাইটেডের মোটেও সন্তোষজনক নয়। ৪ ম্যাচ থেকে সংগ্রহ ৫ পয়েন্ট। কিন্তু ম্যাচের শুরুতে ভালোভাবেই ইন্টার মায়ামি শিবিরে উদ্বেগ ছড়িয়ে দিয়েছিল। সেই শঙ্কা উড়িয়ে মাঠে আসার মাত্র ১০ মিনিটের মধ্যে ৭২ মিনিটে লুইস সুয়ারেজ গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নিয়েছিলেন। ১৩ মিনিট পর আবারো সমর্থকদের গোল উৎসবে মাতিয়ে দেন এই উরুগুয়েন স্ট্রাইকার। এর আগে দশম মিনিটে জারেড স্ট্রাউড গোল করে স্বাগতিক দল ডি সি ইউনাইটেডকে এগিয়ে নিয়েছিলেন। ২৪ মিনিটে সেই গোল ফিরিয়ে দিয়েছিলেন কাম্পানা।

এ জয়ের ফলে ৫ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে মায়ামি পয়েন্ট টেবিলের শীর্ষে। তবে অবস্থান কতক্ষণ ধরে রাখতে পারবে তা নিয়ে যথেষ্ঠ শঙ্কা রয়েছে। কেননা নিউ ইয়র্ক রেড বুলস, কলম্বাস ক্রু, টরেন্টো এফসি এবং সিএফ মন্ট্রিল তাদের ঘাড়ে নিশ্বাস ফেলে চলেছে। চারটি দলেরই সংগ্রহ ৭ পয়েন্ট। তবে প্রথম তিনটি দল এ পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলেছে। শুধু মন্ট্রিল খেলেছে ৪ ম্যাচ। ফলে প্রত্যেক দলই মায়ামির জয় হুমকি হয়ে আছে। ৪ ম্যাচ থেকে ডিসি ইউনাইটেডের পয়েন্ট ৫।

AH