ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আঙ্গুলের চোটে মুশফিকের টেস্ট সিরিজ শেষ

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৯:৪৩ পিএম

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের অন্যতম নায়ক মুশফিকুর রহিম। তৃতীয় ওয়ানডেতে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তবে সেই তাকে এবার পাওয়া যাচ্ছে না লঙ্কানদের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে। চট্টগ্রামে শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছেন মুশফিক। যা সারাতে অন্তত তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে তাকে।

তৃতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান মুশফিক। পরে অবশ্য সেই চোট নিয়েই ব্যাটিং করেছেন। রিশাদ হোসেনকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। অপরাজিত ছিলেন ৩৭ রানে। এছাড়াও সিরিজে ৩ ম্যাচে মোট ১৩৫ রান এসেছে তার ব্যাট থেকে।

সিরিজ শেষে সোমবার রাতে ঢাকায় ফিরে পরদিন আঙুলে স্ক্যান করান মুশফিক। আর সেই স্ক্যানেই আঙুলের চিড় ধরা পড়ে তার।

বিষয়টি নিয়ে বিসিবির চিকিৎসক বায়জেদুল ইসলাম খান জানান, ম্যাচের পর মুশফিকের ডান হাতের বুড়ো আঙ্গুলের জয়েন্টে স্ক্যান করানো হয়। সেখানে ফ্রাকচার ধরা পড়েছে। এই ইনজুরি সারাতে তার তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে। তাই শ্রীলংকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ তিনি মিস করছেন।

জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার জানান, মুশফিকের এই সিরিজে খেলতে না পারাটা আমাদের বড় ক্ষতি। ভালো ফর্মে ছিল মুশফিক। মিডল অর্ডারে দলের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি। এই সিরিজের তার রিপ্লেসমেন্ট কে হবে সেটা আমরা খুঁজছি। শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিক বরাবরই ভালো পারফর্মার।

আগামী ২২ মার্চ সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে আগামী ৩০ মার্চ। সেই টেস্ট দিয়েই বাংলাদেশ সফরের ইতি টানবে লঙ্কানরা। সিরিজের সবগুলো ম্যাচ আইসিসি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

AS
আরও পড়ুন