ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিসিবি কি চার ক্রিকেটারকে শাস্তির মুখোমুখি করবে?

আপডেট : ২১ মার্চ ২০২৪, ০৪:১৮ পিএম

দেশের একটি টিভি চ্যানেলের ফেসবুক পেইজে গত ১৯ মার্চ রাতে ‘দলের ভেতরে অন্তর্কোন্দল’ হচ্ছে এমন ইঙ্গিতবহ একটি ভিডিওতে তামিম ইকবাল এবং মেহেদি হাসান মিরাজের ফোনালাপ ফাঁসের দাবি করা হয়। এতে মেহেদী হাসান মিরাজের কাছে সতীর্থ মুশফিকুর রহিমের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। বিজ্ঞাপনের কৌশল হিসেবে ভিডিওটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে আলোড়ন তোলে এবং ক্রিকেটপ্রেমীরা সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে ক্ষোভের প্রকাশ করেন। এমন কাজ তামিম-মুশফিকদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা কীভাবে করেছেন, বিভিন্ন মহলে সে প্রশ্ন উঠেছে।

বিষয়টি নিয়ে গত ২০ মার্চ সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে লাইভে হাজির হন তামিম। তার সাথে যুক্ত হন মুশফিক, মিরাজ, মাহমুদউল্লাহ ও আলোচিত সেই মোবাইল ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানের কর্ণধার। তারা লাইভে এসে এটিকে বিজ্ঞাপনের কৌশল হিসেবে নিশ্চিত করেছেন।জাতীয় দলে এখনই যে ফিরছেন না সেটি ইঙ্গিত দিয়ে রেখেছেন তামিম। কিন্তু মুশফিকুর রহিম,মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ তিনজনই জাতীয় দলে খেলছেন এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আছেন। কেন্দ্রীয় চুক্তিতে থেকে এই ধরনের বিজ্ঞাপনের জন্য ক্রিকেটারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, এখন সে আলোচনাও হচ্ছে ।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী চুক্তিভুক্ত খেলোয়াড়, বোর্ড সদস্য, বেতনভুক্ত কেউ আচরণবিধি বহির্ভূত কাজ করলে তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৪-এ আচরণ ও শৃঙ্খলার ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এর ‘ক’ উপধারায় বলা হয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সাধারণ পরিষদ, পরিচালনা পরিষদ, নিয়োগকৃত কর্মকর্তা-কর্মচারী, খেলোয়াড় ও কর্মকর্তা সকলেই ক্রিকেটের গৌরবময় ঐতিহ্য, রীতিনীতি ও বাংলাদেশ ক্রিকেট এর ভাবমূর্তি সমুন্নত রাখিতে বিশেষ সচেষ্ট থাকিবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এতদ্উদ্দেশ্যে একটি আচরণ বিধি প্রণয়ন করিবে।’ 

এদিকে ২৪(খ) তে বলা হয়েছে ‘পরিচালনা পরিষদ এই আচরণবিধি প্রণয়নপূর্বক বিসিবির সকল পর্যায়ের সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিবর্গের নিকট প্রেরণ, প্রচার ও অনুসরণ নিশ্চিত করিবে।তাই প্রশ্ন উঠেছে আচরণবিধি ভঙ্গের দায়ে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা তামিম, মিরাজ, মুশফিকদের তদন্ত করে এখনই শাস্তির মুখোমুখি করবে কিনা।

এর আগে বিপিএল নিয়ে বেফাঁস মন্তব্য করায় কোচ চন্ডিকা হাথুরুসিংহের ব্যাপক সমালোচনা হয় এবং তখন বোর্ডপ্রধান বলেছিলেন, আচরণবিধি দেখে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দলের অভিজ্ঞ ক্রিকেটারদের এমন ‘ফোনালাপ’ সম্পর্কে জেনে বিরক্তি প্রকাশ করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, ‘এসব ফাজলামি, আমি কী বলব? ব্যাপারটা দেখছি আমি।’ এখন দেখার বিষয় হলো বিসিবি প্রধান বিষয়টিকে কিভাবে সমাধান করবেন।

AHA/SA
আরও পড়ুন