তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ বিপক্ষে খেলতে নেমেছে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। রাজধানীর মিরপুর স্টেডিয়ামে খোলাটি শুরু হয়েছে বুধবার (২৭ মার্চ) সকাল সাড়ে ৯টায়।
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অলরাউন্ডার জর্জিয়া ওয়েরহ্যাম বলেন, ‘বিশ্বকাপের আগে এসব সিরিজের ফলে আমাদের স্কিলে উন্নতি হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়া জরুরি। এখানে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টিও রয়েছে। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার ক্ষেত্রে এই সফর বড় ভূমিকা রাখবে বলে আশা করছি।
