বিপিএলের ১১তম আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। কাগজে-কলমে তামিম-রিয়াদদের থেকে অনেকটাই দুর্বল এনামুল-আকবররা। কিন্তু এই ম্যাচে আগে ব্যাট করে বর্তমান চ্যাম্পিয়নদের ১৯৮ রানের লক্ষ্য দিয়েছে রাজশাহী।
সোমবার (৩০ ডিসেম্বর) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি রাজশাহী। ২ বল খেলে শূন্য হাতে সাজঘরে ফেরেন তরুণ ওপেনার জিশান আলম। ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ হারিস। ১২ বলে ১৩ রান করে ফেরেন এই পাক ব্যাটার।
তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন এনামুল হক বিজয়। তার দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে পাওয়ার প্লেতে ৪০ রান তোলে রাজশাহী। তাকে যোগ্য সঙ্গ দেন ইয়াসির আলী চৌধুরী। দু’জনের ব্যাটে ভর করে ১৩ ওভারে ১০০ রানের কোটা পার করে তারা।
৪২ বলে ফিফটি তুলে নেন বিজয়। অপর প্রান্তে থেকে ব্যাট চালাতে থাকেন ইয়াসিরও। এতে ৩৫ বলে ফিফটি তুলেন এই ডান হাতি ব্যাটার। দুজনের মিলে ১৪০ রানের জুটি গড়েন। তবে ১৮তম ওভারে ক্যাচ আউট হন বিজয়। ৫ ছক্কা এবং ৪ বাউন্ডারিতে ৫১ বলে ৬৫ রান করেন এই ডান হাতি ব্যাটার।
তবে এক প্রান্ত আগলে রেখে রান বাড়াতে থাকেন ইয়াসির। সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছেও গিয়েছিলেন তিনি। কিন্তু বলের অভাবে তা পূরণ করতে পারেননি তিনি। ৬ ছক্কা এবং ৭ বাউন্ডারিতে ৪৭ বলে ৯৪ রান করেছেন ইয়াসির। এতে ১৯৭ রানের বড় পুঁজি পেয়েছে রাজশাহী।
ফরচুন বরিশালের হয়ে দুই উইকেট শিকার করেন কাইল মায়ার্স । এ ছাড়াও এক উইকেট শিকার করেছেন ফাহিম আশরাফ।
বিপিএলে টিকিট না পেয়ে মিরপুরে হট্টোগোল, মিরাজের গাড়ি আটকে দর্শকের বিক্ষোভ