ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট

২৩ বছর ধরে শিশুই, ১৭৮ রানেই শেষ

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ পিএম

চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার রানের পাহাড়ের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ১৭৮ রানেই গুটিয়ে গেছে টাইগারদের প্রথম ইনিংস। চট্টগ্রাম টেষ্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার দেওয়া ৫৩১ রানের বাঁধা টপকাতে নেমে এবারও ব্যর্থ টাইগার ব্যাটাররা। লংকান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ফলো-অনে পড়েছে বাংলাদেশ। তবে বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে না পাঠিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং করবে শ্রীলংকা। প্রথম ইনিংসে ৩৫৩ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামবে লংকানরা।

আইসসি ২০০০ সালে বাংলাদেশকে টেস্ট স্ট্যাটাস দিয়েছে। ওই বছরের ২৬ জুন টেস্ট স্ট্যাটাস লাভ করে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট অভিষেক ম্যাচ খেলেছিল ভারতের বিরুদ্ধে ২০০০ সালের ১০ থেকে ১৪ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তখন থেকে ক্রিকেট অঙ্গনে বারবার একটি কথাই উচ্চারিত হতে শুরু করে ‘টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর শিখছি’। শিশু থেকে শেখা শুরু করে কতটা শিখেছে সেটিই বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

সিলেটের পর চট্টগ্রাম টেস্টের পরিণতি একই হতে চলেছে। সফরকারী শ্রীলংকার সাথে সিরিজ বাঁচানোর লড়াই হবে চট্টগ্রামে। সেই লড়াই হয়ে গেছে একপেশে। এখন শুধু স্বাগতিকদের পরাজয় ঠেকাতে পারে একমাত্র বৃষ্টি। যদি বৃষ্টি না হয় তাহলে ২৩ বছর ৪ মাস ২১ দিন বয়সের টেস্ট স্ট্যাটাস পাওয়া শিশুকে মথানত করেই মাঠ ছাড়তে হবে। পাঠকরা ফোন করে জানতে চেয়েছেন, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর কত বছর হলে শিশু থেকে তরুণ হবে বাংলাদেশের ক্রিকেট।   

এর আগে তৃতীয় দিনের প্রথম ঘণ্টায় জাকির-তাইজুলে ভালো প্রতিরোধের আভাস দিয়েছিল বাংলাদেশ। তবে লাঞ্চের আগে দ্রুত ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে শান্তরা। লাঞ্চের পরপর দুর্দান্ত বোলিং করেছেন আসিথা ফার্নান্দো। এক ওভারেই সাকিব-লিটনকে ফিরিয়েছেন তিনি। ৪৫ তম ওভারের শুরুতেই সাকিবকে ফিরিয়ে প্রথম ধাক্কা দিয়েছেন আসিথা। ১৫ রান করা সাকিবকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন। রিভিউতেও আম্পায়ার্স কলে কপাল পুড়েছে সাকিবের। লিটন দাস টিকতে পেরেছেন মাত্র তিন বল। আসিথার বলে খোঁচা দিয়ে কিপারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ৪ রান করা লিটন।

লিটন ফেরার পর মুমিনুল-শাহাদাত জুটি কিছুটা থিতু হওয়ার চেষ্টায় ছিল। এই জুটিও বেশি বড় হতে পারেনি। ১৮ রানের জুটি ভাঙ্গে কুমারার বলে শাহাদাত ফিরলে। ৮ রানে শাহাদাত কামিন্দু মেন্ডিসের বলে ক্যাচ দিয়ে আউট হলে ১৪৮ রানেই ৭ উইকেট হারায় বাংলাদেশ।

শাহাদাত ফেরার পর কিছুটা প্রতিরোধের আভাস দিয়েছিলেন মুমিনুল-মিরাজ। প্রায় ১০ ওভার ক্রিজে টিকে ছিলেন দুই ব্যাটার। তবে ১৭ রানের জুটি ভাঙ্গে চা বিরতির ঠিক আগে। জয়সুরিয়ার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন মিরাজ। ৩১ বলে ৭ রান করা মিরাজ ফিরলে অষ্টম উইকেট হারায় বাংলাদেশ।

সতীর্থদের যাওয়া আসার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন মুমিনুল। ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে টেস্টে ৪০০০ রান পূর্ণ করেছেন এই ব্যাটার। চতুর্থ বাংলাদেশি হিসেবে এই মাইলফলক ছুঁলেন মুমিনুল। চা বিরতির ঠিক আগে আউট হয়েছে মুমিনুলও। ৩৩ রান করা মুমিনুলকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন ফার্নান্দো। শেষ উইকেট হিসেবে খালেদকে ১ রানে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন ৪ উইকেট নেওয়া আসিথ। বাংলাদেশ অলআউট হয়েছে ১৭৮ রানে।

AHA/SA
আরও পড়ুন