ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রিমিয়ার লিগ ফুটবল

মোহামেডানকে হারালেই শিরোপা বসুন্ধরার

আপডেট : ০৫ মে ২০২৪, ০৫:৩৫ এএম

একটা সময় দেশের ফুটবল মানেই ছিল আবাহনী-মোহামেডান। সেই ঐতিহ্য এখন অতীত। গত কয়েক বছর ধরে আবাহনী-বসুন্ধরা কিংস ম্যাচ ঘিরেই ফুটবল অঙ্গনে উত্তেজনা ছড়িয়ে চলেছে। নামে বড় ম্যাচ হলেও ফলের দিক থেকে একপেশে। আবাহনীর বিপক্ষে একের পর এক ম্যাচ জিতে চলেছে কিংস। কিংস মাঠে নামছে আর জয় নিয়ে মাঠ ছাড়ছে। শনিবারও (৪ মে) তার ব্যতিক্রম হয়নি। প্রিমিয়ার লিগে ফিরতি পর্বে বসুন্ধরা কিংস অ্যারেনায় কিংসের জয়ের ব্যবধান ২-১।

এই জয়ে প্রিমিয়ার লিগে টানা পঞ্চম শিরোপা জয় এখন সময়ের ব্যাপার মাত্র কিংসের কাছে। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট কিংসের। সমান ম্যাচে আবাহনীর পয়েন্ট ২৫। দ্বিতীয় স্থানে মোহামেডানের ২৮। ১৮ ম্যাচের লিগে প্রতি দলের ম্যাচ বাকি আর ৪টি করে। আগামী শনিবার ময়মনসিংহে পরের ম্যাচে মোহামেডানকে হারালেই টানা পঞ্চম শিরোপা জয়ের আনন্দের উপলক্ষ পাবে কিংস।

কিংসকে ঠেকাতে আজ আবাহনী সেন্টার ব্যাকে দুজন বিদেশি নামায়। ইরানি মিলাদ শেখের সঙ্গে আইএসএলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন অস্ট্রেলিয়ান অ্যারন ইভান্স। রবসন-মিগুয়েল-দরিয়েলতন ত্রয়ীকে আটকাতেই রক্ষণ জমাট করেছিল আবাহনী। কিন্তু আবাহনীর হজম করা দুটি গোলে দায় এড়াতে পারবেন না দুই সেন্টার ব্যাক।

৫  মিনিটে কিংস ১-০ করেছে অ্যারনের অসর্তকায়। রাকিব তেড়েফুড়ে ঢুকলে কিংস কর্নার পায়। কর্নার থেকে মিগুয়েলের শট গোলকিপার সোহেল ফেরান। ফিরতি বল ক্লিয়ার করতে পারেননি অ্যারন। রাকিব অনায়াসে বল পাঠান জালে। এবারের লিগে এটি রাকিবের নবম গোল। দেশিদের মধ্যে এবার তিনিই এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। ৩২ মিনিটে আবাহনীর জালে দ্বিতীয় গোল। আগুয়ান মিগুয়েলকে বক্সের মধ্যে পেছন থেকে ফেলে দেন মিলাদ শেখ। রেফারি নাসির উদ্দিন পেনাল্টি দেন। তা থেকে আবাহনী গোলকিপার শহিদুল আলমকে সহজে বোকা বানান মিগুয়েল। দ্বিতীয় গোলের পর আবাহনী মানসিকভাবে ভেঙে পড়ে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে ঘুরে দাঁড়িয়ে আকাশি-নীলেরা ২-১ করে ম্যাচে ফিরেছে। ৪৯ মিনিটে ওয়াশিংটন বানদ্রাওয়ের পাস থেকে কর্নেলিয়াস স্টুয়ার্টের টোকায় ২-১। কিংসের গোলকিপার মেহেদি হাসান কিছুই করতে পারেননি।

দুই দলের ১৫ লড়াইয়ে কিংসের এটি ১১তম জয়, টানা ৫ম। বাকি ৪ ম্যাচে আবাহনীর জয় দুটি, বাকি দুটি ড্র। লিগে কখনো কিংসকে হারাতে পারেনি আবাহনী। দুদলের ১০ লিগ লড়াইয়ে আটটিই জয় কিংসের।

আজ দিনের অন্য ম্যাচে পিছিয়ে পড়েও ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। রহমতগঞ্জের বিপক্ষে বাংলাদেশ পুলিশের জয় ২-০ গোলে।

AH
আরও পড়ুন