ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টানা চার জয়ে শীর্ষে মোহামেডান

৯ মিনিটের মধ্যে এমানুয়েল সানডের গোলে আরও এগিয়ে যায় সাদাকালোরা। তবে বিরতির আগে আল আমিনের গোলে ব্যবধান কমিয়েছে পুলিশ। লিগে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ ৫ গোল আল আমিনের।

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ এএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এফসিকে ৩-১ গোলে হারিয়ে টানা চার ম্যাচে পূর্ণ পয়েন্ট নিশ্চিত করেছে মোহামেডান। চার ম্যাচে শতভাগ জয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছে মোহামেডান। শুক্রবার (২০ ডিসেম্বর) ময়মনসিংহে অ্যাওয়ে ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে ৩১ মিনিটে এমানুয়েল টনির গোলে এগিয়ে যায় মোহামেডান।

৯ মিনিটের মধ্যে এমানুয়েল সানডের গোলে আরও এগিয়ে যায় সাদাকালোরা। তবে বিরতির আগে আল আমিনের গোলে ব্যবধান কমিয়েছে পুলিশ। লিগে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ ৫ গোল আল আমিনের।

এদিন সুলেমান দিয়াবাতে গোল না পেলে এককভাবে শীর্ষে থাকতে পারতেন পুলিশ ফুটবলার। কিন্তু দিয়াবাতে তা হতে দেননি। ম্যাচের ৭১ মিনিটে ম্যাচের স্কোরলাইন ৩-১ করেছেন সাদাকালো অধিনায়ক। ৪ ম্যাচে ৫ গোল মালি ফরোয়ার্ডের।

এর আগে, প্রিমিয়ার লিগে প্রথমবার বসুন্ধরা কিংসকে হারালো আবাহনী। কুমিল্লায় ১-০ গোলে জিতেছে শতভাগ দেশি ফুটবলারে গড়া আকাশী নীলরা। খেলা শুরুর ২ মিনিটেই আবাহনীকে এগিয়ে নেয় সুমন রেজা। শাহরিয়ার ইমনের অ্যাসিস্টে আর্লি লিড আকাশী নীলদের। সেই লিডটাই শেষ বাঁশি পর্যন্ত ধরে রেখেছে সর্বাধিক ৬ বারের লিগ চ্যাম্পিয়নরা।

MB
আরও পড়ুন