ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কষ্টের জয়ে সিরিজ বাংলাদেশের

আপডেট : ০৭ মে ২০২৪, ১০:০১ পিএম

তৃতীয় ম্যাচে এসে সিরিজে প্রথম শুরুতে ব্যাট করতে হয় বাংলাদেশকে। তাতে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ব্যাটিং শক্তি ঝালিয়ে নেওয়ার একটা সুযোগ পায় নাজমুল শান্তর দল। তবে সেই সুযোগটা কাজে লাগাতে পারেনি দলের টপ অর্ডার ব্যাটাররা। প্রথম ১০ ওভারেই বড় সংগ্রহের পথ থেকে সরে আসতে হয় দলকে। পরে শেষদিকে দায়িত্ব নিয়ে দলীয় সংগ্রহটাকে ১৬৫-তে নিয়ে যান তাওহিদ হৃদয় ও জাকের আলি। জিম্বাবুয়ের বিপক্ষে যা জয়ের জন্য যথেষ্ট।

বাংলাদেশের দেওয়া ১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ম্যাচ থেকে একরকম ছিটকে যায় জিম্বাবুয়ে। এরপরও শুরুর ১০ ওভার শেষে বাংলাদেশের চেয়ে রানের বিচারে দলটি ২ রানে এগিয়ে ছিল। যদিও পরে আর এগিয়ে যাওয়া হয়নি তাদের। নিয়মিত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত তাদের ইনিংস থেমেছে ১৫৬ রানে। বাংলাদেশ জয় পেয়েছে ৯ রানের ব্যবধানে। আর তাতে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিয়েছে নাজমুল শান্তর দল।  

এদিন লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ তম ওভার পর্যন্ত দারুণভাবেই ম্যাচে ছিল জিম্বাবুয়ে। আগের ম্যাচে অভিষেকে রেকর্ড গড়া জোনাথন ক্যাম্পবেল ব্যাট হাতে তাণ্ডব চালানো শুরু করেছিলেন এদিনও। তাতে জয়ের স্বপ্ন জাগতে শুরু হয়েছিল জিম্বাবুয়ের। তবে শেষ পর্যন্ত ১০ বলে ২১ রান করে তিনি ফিরলে শেষ হয় জিম্বাবুয়ের স্বপ্ন। শেষ দিকে ফারাজ আকরামের ১৯ বলে ৩৪ রানের ইনিংস কেবলই ব্যবধান কমিয়েছে হারের।

এর আগে, টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ৬০ রানে ফিরে যান বাংলাদেশের শুরুর তিন ব্যাটার। যেখানে লিটন করেন ১৫ বলে ১২, শান্ত করেছেন ৪ বলে ৬ রান। আরেক ওপেনার তানজিদ তামিম ২২ বলে করেন ২১ রান। তাতে বড় সংগ্রহের ভিত গড়ায় টান পড়ে বাংলাদেশের। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৮৭ রানের জুটি গড়ে জিম্বাবুয়েকে ১৬৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিয়ে আসেন দু’জনে। হৃদয়ের ব্যাট থেকে এসেছে ৩৮ বলে ৫৭ রান। অন্যদিকে জাকের ৩৪ বলে ৪৪ রান করেছেন।

শুক্র ও রোববার সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলায়।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৫/৫ (হৃদয় ৫৭, জাকের ৪৪, তানজিদ ২১, লিটন ১২, মাহমুদউল্লাহ ৯*, রিশাদ ৬*, নাজমুল ৬; মুজারাবানি ৩/১৪, রাজা ১/৩৮, আকরাম ১/৪৪)।
জিম্বাবুয়ে: ২০ ওভারে ১৫৬/৯ (আকরাম ৩৪*, মারুমানি ৩১, ক্যাম্পবেল ২১, মাসাকাদজা ১৩, মাদান্দে ১১, মুজারাবানি ৯*, গাম্বিন ৯, আরভিন ৭, বেনেট ৫, জঙ্গুয়ে ২, রাজা ১; সাইফউদ্দিন ৩/৪২, রিশাদ ২/৩৮, মাহমুদউল্লাহ ১/১, তাসকিন ১/২১, তানভীর ১/২৬, তানজিম ১/২৬)।
ফল: বাংলাদেশ ৯ রানে জয়ী।
ম্যাচসেরা: তাওহিদ হৃদয়।

আরও পড়ুন