ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ক্রিকেট খেললেন ডোনাল্ড লু ও পিটার হাস

আপডেট : ১৬ মে ২০২৪, ০৭:৩৫ এএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফর করছেন। ঢাকা সফররত লু এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশ নারী ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে ক্রিকেট খেলেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে দুই কূটনীতিক তাদের ব্যস্ততার মধ্যেও বুধবার (১৫ মে) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন।

ডোনাল্ড লু ও পিটার হাস প্রথমে ব্যাটিং করেন। পরে পিটার হাস বোলিংও করেছেন। বাংলাদেশের নারী ক্রিকেটাররা মূলত বোলিং ও ফিল্ডিং করেছেন। প্রীতি ম্যাচটিতে আম্পায়ার ছিলেন সাথিরা জাকির জেসি।

মার্কিন কূটনীতিকদের ক্রিকেট খেলার সময় মাঠে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গতকাল ১৪ মে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। 

AH
আরও পড়ুন