আর্জেন্টিনার প্রথম বিভাগ ফুটবলে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে রেকর্ডটা এতদিন আগলে রেখেছিলেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় সের্হিও আগুয়েরো। এ কীর্তিটা এখন আর তার নেই। বর্তমানে এটির মালিক ডেপোর্টিভো রিয়েস্ত্রার মিডফিল্ডার মাতেও আপোলোনিও।
আগুয়েরো এ কীর্তিটা গড়েছিলেন ২০০৩ সালে। ১৫ বছর ৩৩ দিন বয়সে তিনি আর্জেন্টিনার প্রথম বিভাগের দল ইন্ডিপেন্ডিয়েন্তের হয়ে মাঠে নেমেছিলেন। দুই দশকের বেশি সময় তিনি এ রেকর্ডের মালিক ছিলেন। আগুয়েরোর থেকে এক বছর কম বয়সে মাতেও আপোলোনিও'র প্রথম বিভাগে অভিষেক হলো। গত বহষ্পতিবার তিনি প্রথমবারের মতো প্রথম বিভাগে খেলার সুযোগ পান। মাত্র ১৪ বছর ২৯ দিনে তিনি মাঠে নামেন। আর এতেই ম্লান হয়ে আগুয়েরোর ঐতিহাসিক রেকর্ড।
কোপা আর্জেন্টিনার রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে রিয়েস্ত্রার হয়ে নিউওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে ৮৪ মিনিটে মাঠে নেমেছিলেন মাতেও। তবে মাঠে খুব বেশি কার্যকর ভূমিকা নিতে পারেননি।
