ইউরো চ্যাম্পিয়নশিপ

পর্তুগালকে হারিয়ে নক আউটে জর্জিয়া

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৬:১০ এএম

ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে বড় অঘটনের জম্ম দিয়েছে প্রথমবার খেলতে আসা জর্জিয়া। পর্তুগালকে হারিয়ে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে তারা। বুধবার (২৬ জুন) রাতে অনুষ্ঠিত 'এফ' গ্রুপের ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন পর্তুগালকে ২-০ গোলে হারিয়েছে দলটি।

উভয়ার্ধে একটি করে গোল করে জর্জিয়া। খিভিচা করাতসখেলিয়া ও জর্জেস মিকাওতাদজে একটি করে গোল করেন। বর্তমানে বিশ্ব র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে থাকা পর্তুগালের বিপক্ষে ৭৪ র‌্যাংকিংয়ে থাকা জর্জিয়ার জয় ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে অন্যতম অঘটন। ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করার পর জর্জিয়ার ফুটবল ইতিহাসে এটাই সেরা সাফল্য।

প্রথম দুই ম্যাচের জয় দিয়ে আগেই নক আউট পর্বে খেলা নিশ্চিত করেছিল পর্তুগা। সে কারণে এ ম্যাচে একাধিক নিয়মিত খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিলেন পর্তুগাল কোচ। ক্রিশ্চিয়ানো রোনালদোসহ তিনজন নিয়মিত খেলোয়াড় এ ম্যাচে শুরুর একাদশে ছিলেন।

ইউরো বাছাইয়ে জর্জিয়ার খেলা সমর্থকদের হতাশ করেছিল। ফলে অস্বস্তিকর এক পথ পাড়ি দিতে হয়েছিল তাদের। ফলে অধিকতর অনুজ্জ্বল এক টুর্নামেন্ট উয়েফা নেশনস লিগে তাদের খেলতে হয়েছে। তারপর প্লে অফে গ্রিসকে হারিয়ে তারা চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়। তবে চূড়ান্ত পর্বে তারা ঠিকই আলো ছড়িয়েছে। গ্রুপের তৃতীয় দল হিসেবে নক আউট পর্বে জায়গা করে নিয়েছে। নক আউটে তারা তিনবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে।

স্পেন তাদের জন্য কত বড় হুমকি তা তারা ভালোভাবেই জানে। গত সেপ্টেম্বরে বাছাইয়ে মুখোমুখি হয়েছিল দল দুটো। স্পেন ৭-১ গোলে জয় পেয়েছিল।

প্রথমবার খেলতে আসা জর্জিয়া ম্যাচের শুরুতেই পর্তুগালকে চমকে দেয়। দ্বিতীয় মিনিটেই পর্তুগালের অ্যান্তোনিও সিলভার একটা বাজে পাস দ্রুত ধরে নিয়ে গোল করেন। গোল ফিরিয়ে দেওয়ার জন্য কম চেষ্টা করেনি পর্তুগাল। বিশেষ করে ৩৯ বছর বয়সে গোল করে ইউরো চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি বয়সে গোল করার কীর্তি গড়তে চেয়েছেন রোনালদো। বারবার বল নিয়ে ঢোকার চেষ্টা করেছেন কিন্তু সফল হননি।

গোলটি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করেছে জর্জিয়া। গোলটি তারা ধরেও রেখেছে, শুধু তাই নয় দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন জর্জেস মিকাওতাদজে। প্রথম গোলের রূপকারও ছিলেন জর্জেস মিকাওতাদজে। এ নিয়ে তিন গোল করলেন জর্জেস মিকাওতাদজে। একই সঙ্গে এখন তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা।

গোল না পেয়ে রোনালদো হতাশ। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেওয়ায় পানির বোতল ছুঁড়ে মেরে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই প্রথম তিনি কোনো বড়  টুর্নামেন্টে প্রথম রাউন্ডে কোনো গোল করতে ব্যর্থ হলেন।

AH
আরও পড়ুন