ইউরো চ্যাম্পিয়নশিপ

জর্জিয়ার রূপকথা থামিয়ে স্পেন শেষ আটে

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৬:০৭ এএম

ইউরো চ্যাম্পিয়নশিপের তিনবারের চ্যাম্পিয়ন স্পেনকে ভয় ধরিয়ে দিয়েছিল গ্রুপ পর্বে চমক জাগানো জর্জিয়া। শেষ পর্যন্ত আর অঘটন ঘটেনি। বরং জর্জিয়াকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। পিছিয়ে পড়ার পরও ৪-১ গোলে জয় পেয়েছে তারা। সে সঙ্গে শেষ হয়েছে এবারের ইউরো চ্যাম্পিয়নশিপে জর্জিয়ার রূপকথার গল্প।

কোলনে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের হয়ে গোল করেছেন রদ্রি, ফাবিয়ান রুই, নিকো উইলিয়ামস ও দানি ওলমো। কোয়ার্টার ফাইনালে স্পেন মুখোমুখি হবে স্বাগতিক জার্মানির।

বড় জয় পেলেও স্পেনকে আগে গোল হজমের তিক্ত স্মৃতি নিতে হয়। ১৮ মিনিটের সময় ওতার কাকাবাদজের ক্রস নিজেদের জালে জড়িয়ে দেন স্পেনের রবিন লে নরমান্ড। ফিরে আসতে অবশ্য খুব বেশি সময় নেয়নি স্পেন। গ্রুপ পর্বে তিন জয় পাওয়া স্পেন ৩৯ মিনিটে রদ্রির গোলে খেলায় সমতা ফিরিয়ে আনে। প্রথমার্ধে আর কোনো গোল পায়নি তারা। তবে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল করেছে সাবেক চ্যাম্পিয়নরা।

বিরতির পর খেলা শুরু হওয়ার ছয় মিনিটের মধ্যে স্পেন ব্যবধান গড়ে নেয়। লামিনে ইয়ামালের বাঁকানো ক্রস থেকে ফাবিয়ান রুইজ হেডে গোল করেন। নিকো উইলিয়ামস ৭৫ মিনিটে জর্জিয়ার খেলায় ফিরে আসার সব সম্ভাবনা শেষ করে দেন, এ সময়ে দলের হয়ে তিনি তৃতীয় গোল করেন। আর ৮৩ মিনিটে বদলি খেলোয়াড় ওলমো করেন চতুর্থ গোলটি।

ম্যাচ শেষে স্পেনের হয়ে গোল করা উইলিয়ামস বলেন, কোয়ার্টার ফাইনালে উঠতে পেরে আমরা আনন্দিত। প্রতি ম্যাচেই আমরা নিজেদের প্রমাণ করেছি। এটা যদি অব্যাহত রাখতে পারি তাহলে টুর্নামেন্টে ভালো করতে পারবো। তাদের গোলটা ছিল একটা ভুল, যদিও এটা অনিচ্ছাকৃত ছিল।'

কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ সম্পর্কে উইলিয়ামস বলেন, জার্মানি কঠিন প্রতিপক্ষ। তাদেরকে দুর্বল করা কঠিন। তবে আমাদের দলটা দারুণ। যদি আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলতে পারি তাহলে আমরা জয় পাব।

AH
আরও পড়ুন