ডিফেন্ডার ডেমিরালের জোড়া গোলে তুরস্ক শেষ আটে

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৬:১৪ এএম

অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তুরস্ক।

মঙ্গলবার (২ জুলাই) অনুষ্ঠিত ম্যাচে জয়ী দলের হয়ে উভয় গোল করেন সেন্ট্রাল ডিফেন্ডার মেরিহ ডেমিরাল। উভয়ার্ধে একটি করে গোল করেন তিনি। আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে তুরস্ক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। রোমানিয়াকে ৩-০ গেলে হারিয়ে একই দিনে কোয়ার্টার ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস।

এ জয়ের মাঝ দিয়ে তুরস্ক ১৬ বছর আগের সাফল্যের পুনরাবৃত্তির স্বপ্ন দেখছে। ইউরোর ইতিহাসে এবার নিয়ে তৃতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে উঠলো তুরস্ক। ২০০৮ সালে দেশটি সেমিফাইনালে খেলেছিল। তার আগে ২০০০ সালে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল।

অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তুরস্কের সূচনা ছিল স্বপ্নের মতো। কিছু বুঝে উঠতে না উঠতেই তুরস্ক গোল পেয়ে যায়। ম্যাচের বয়স তখন এক মিনিটও হয়নি। ৫৭ সেকেন্ডে গোল করে মেরিহ ডেমিরাল ইউরো চ্যাম্পিয়নশিপের নক আউট পর্বে সবচেয়ে দ্রুত গোল করার কীর্তি গড়েন।

ম্যাচের বয়স এক ঘন্টা হওয়ার আগে আবার গোল করেন মেরিহ ডেমিরাল। ২-০ গোলে এগিয়ে থেকে তুরস্ক সহজ জয়ের স্বপ্ন দেখতে থাকে। কিন্তু মাত্র সাত মিনিটের মধ্যে মাইকেল গ্রেগোরিটস ব্যবধান কমিয়ে তুরস্কের জন্য দুঃশ্চিন্তা বয়ে আনেন। তবে বাকি সময়ে অস্ট্রিয়া আর কোনো গোল পায়নি।

এ ম্যাচের মাঝ দিয়ে আবারো তিক্তভাবে শেষ হলো অস্ট্রিয়ার ইউরোর আসর। ১৯৫৪ সালের পর থেকে বড় ধরণের কোনো টুর্নামেন্টের নক আউট পর্বে প্রথম জয়ের খোঁজে রয়েছে দলটি। দুর্ভাগ্য দলটির। একের পর এক আক্রমণ রচনা করেও সমতাসূচক গোলের দেখা পায়নি। অন্তত বিশবার তারা তুরস্কের সীমানায় আক্রমণ চালিয়েও সফলতার মুখ দেখেনি।

ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আয়োজক জার্মানির বিভিন্ন শহরে হাজার হাজার তুর্কী আনন্দে মেতে ওঠে। ম্যাচ শেষে তুরস্কের কোচ ভিসেঞ্জা মন্টেলা বলেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। আমাদের এই জয় ঐতিহাসিক। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগুচ্ছি।

অস্ট্রিয়ার কোচ র্যাংনিক বলেন, ভাগ্য আমাদের সহায় ছিল না। আমার বিশ্বাস ম্যাচটাকে যদি অতিরিক্ত সময়ে টেনে নিতে পারতাম তাহলে আমরা জয় পেতাম। কেননা তুরস্কের খেলোয়াড়রা পরিশ্রান্ত হয়ে পড়েছিল।

AH
আরও পড়ুন