সর্বাধিক তিনবার ইউরোর শিরোপা জয়ী দল জার্মানি। তবে শেষবার তারা এই শিরোপার দেখা পেয়েছে ১৯৯৬ সালে। তারপর একে একে পার হয়ে ২৮টি বছর। এরপর আর এ শিরোপা দেখা পায়নি। ২০০৮ সালে একবার খুব কাছে গিয়ে ব্যর্থতাকে সঙ্গী করতে হয়েছে। স্পেনের কাছে হেরেছিল তারা। সেই স্পেনের কাছে হেরে আবার স্বপ্নভঙ্গ হয়েছে এবারের স্বাগতিক জার্মানির। শুক্রবার (৫ জুলাই) কোয়ার্টার ফাইনালে তারা স্পেনের কাছে ২-১ গোলে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে।
২০১৪ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন টনি ক্রুস। রিয়াল মাদ্রিদের হয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ক্রুস আন্তর্জাতিক ফুটবলে ইতি টানার আগে সাফল্যের মুকুটে আরো একটা পালক যুক্ত করতে চেয়েছিলেন। ইউরো চ্যাম্পিয়নশিপ জয় করতে চেয়েছিলেন। কিন্তু স্পেন তার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে।
ম্যাচ শেষে জার্মানির স্ট্রাইকার টনি ক্রুস সে কথাই বলেছেন। তিনি বলেন, স্পেন আমাদের স্বপ্ন ভেঙ্গে দিয়েছে। সত্যি বলতে কি, টুর্নামেন্টের আসল আনন্দ এখন শেষ হয়ে গেছে। কেননা আমাদের একটা লক্ষ্য ছিল। আমরা একসঙ্গে সে লক্ষ্যে পৌঁছাতে চেয়েছিলাম। আমাদের সবার সেই স্বপ্ন এখন ভেঙ্গেচুড়ে গেছে।'
টনি ক্রুস আরো বলেন, আমি আশা করি ভবিষ্যতে জার্মানি দল আরো সাফল্য পাবে। তবে আমরা আজ দুঃখে ভারাক্রান্ত। কেননা আমরা আরো অনেক দূর যেতে চেয়েছিলাম।
নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকার পর অতিরিক্ত সময়ের খেলার অন্তিম মুহুর্তে স্পেন গোল করে জয় তুলে নেয়। ম্যাচে উভয় দল অনেকটা শারীরিক নির্ভর খেলা খেলেছে। যার ফলে রেফারি ১৪ জনকে হলদু কার্ড দেখিয়েছেন। এর মাঝে জার্মানির আট খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। এবারের ইউরোতে এ ম্যাচেই সবচেয়ে বেশি কার্ড দেখানো হয়েছে। এ সম্পর্কে ক্রুস বলেন, সবচেয়ে ভয়াবহ ম্যাচ এটি ছিল তা আমি বলবো না। আসলে আমরা ম্যাচ হারতে চাইনি, আমরা জয়ের খুব কাছে ছিলাম। আমরা সবকিছু একই সঙ্গে ম্যাচে প্রয়োগ করতে চেয়েছিলাম।
