বিতর্কিত ভঙ্গিতে গোল উদযাপনের কারণে ইউরো চ্যাম্পিয়নশিপে তুরস্কের ডিফেন্ডার মেরিহ ডেমিরালকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে উয়েফা। এ কারণে নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলা হয়নি ডেমিরালের। বিষয়টি মোটেও পছন্দ হয়নি তুরস্কের সমর্থকদের। তাইতো কোয়ার্টার ফাইনালে ম্যাচের আগে গ্যালারিতে উপস্থিত দর্শকেরা প্রতিবাদস্বরূপ একই ভঙ্গি করেছেন।
বার্লিনের পুলিশ জানিয়েছে, কোয়ার্টার ফাইনালের ম্যাচের সময় গণহারে তুরস্কের সমর্থকরা বিতর্কিত অঙ্গভঙ্গি করে। যার ফলশ্রুতিতে ম্যাচ থামিয়ে তাদের এমনটা না করার জন্য বলা হয়।
এ ব্যাপারে পুলিশের মুখপাত্র ভালেস্কা জাকুবোস্কি বলেন, যখন একসঙ্গে অনেক মানুষ এটা করে তখন এটা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়ায়। ফুটবল ম্যাচ কোনো রাজনৈতিক আন্দোলনের জায়গা নয়।
তুরস্কের সমর্থকরা যা করেছে তা তুরস্কের উগ্র জাতীয়তাবাদী গ্রে উলভসের সঙ্গে সম্পর্কিত। জাকুবোস্কি স্বীকার করেছেন, এই ধরণের অঙ্গভঙ্গি জার্মানিতে নিষিদ্ধ নয়। তারপরও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তবে কি কারেণ তাদের আটক করা হয়েছে সে বিষয়ে তিনি নিশ্চিত নন। পরিস্থিতির উন্নতি হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
এদিক ডেমিরালের নিষিদ্ধ ঘটনাটা মোটেও স্বাভাবিকভাবে নেয়নি তুরস্কের ফুটবল ফেডারেশেন ও তুরস্কের সরকার। তারা এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন জানিয়েছে।
