‘শহীদদের’ নামে হবে দুই শতাধিক স্টেডিয়াম: উপদেষ্টা আসিফ

‘২০২৫ সালের পাঠ্যবইতে জুলাই-অগাস্ট অভ্যুত্থান নিয়ে একটি অধ্যায় সংযোজন করা হচ্ছে, যেখানে শহীদদের স্মৃতিকথা লেখা থাকবে।’

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০২:৪৭ পিএম

জুলাই-অগাস্টের ‘শহীদদের’ নামে দুই শতাধিক স্টেডিয়াম হবে বলে জানিয়েছেন, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আরও জানান, এরইমধ্যে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শনিবার (১৬ নভেম্বর) সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত 'শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের' উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

উপদেষ্টা আসিফ বলেন, শিক্ষার্থীদের ২০২৫ সালের পাঠ্যবইতে জুলাই-অগাস্ট অভ্যুত্থান নিয়ে একটি অধ্যায় সংযোজন করা হচ্ছে, যেখানে শহীদদের স্মৃতিকথা লেখা থাকবে। এছাড়া পরবর্তী বছরের পাঠ্যবইতে যেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের 'বীরত্বপূর্ণ' স্মৃতিগুলোকে যথাযথভাবে তুলে ধরা হয়, শিক্ষা মন্ত্রণালয় সে প্রচেষ্টা নিচ্ছে।

এরইমধ্যে কুষ্টিয়ার জেলা স্টেডিয়ামের নাম 'আবরার ফাহাদ স্টেডিয়াম', টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম জুলাই-আগস্ট অভ্যুত্থানে টাঙ্গাইলের পুলিশের গুলিতে নিহত 'শহীদ' মারুফের নামে করা হয়েছে বলে জানান তিনি।

MB
আরও পড়ুন