ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বড় জয়ে বিশ্বকাপ শেষ করল জুনিয়র টাইগ্রেসরা

সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আগের ম্যাচে ভারতের বিপক্ষে কার্যত জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের।

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০২:২৪ পিএম

ভারতের কাছে হেরে সেমির স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের মেয়েদের। সুপার সিক্সে নিয়ম রক্ষার ম্যাচে ক্যারিবীয় মেয়েদের বিপক্ষে ১০ উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিল জুনিয়র টাইগ্রেসরা। আর এই জয়ের মধ্য দিয়েই শেষ হলো অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পথচলা।

সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে আগের ম্যাচে ভারতের বিপক্ষে কার্যত জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমন সমীকরণের ম্যাচে ৮ উইকেটে হেরে যায় সুমাইয়ারা। সেখানেই শেষ হয় টাইগ্রেসদের সেমিফাইনালের স্বপ্ন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচটি বৃষ্টির কারণে ১৩ ওভারে নেমে এসেছিল। মঙ্গলবার (২৮ জানুয়ারি) মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ১৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ৫৪ রানের পুঁজি পেয়েছিল ক্যারিবীয়রা। অমৃতা রামতাহলের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ১৬ রান। এ ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল আর দুই ব্যাটার। ৩ ওভারে ১১ রান খরচায় ৩ উইকেট তুলে নিয়েছেন নিশিতা আক্তার নিশি।

সহজ লক্ষ্য তাড়া করে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দেরে পৌঁছে যায় বাংলাদেশ। ফাহমিদা ছোঁয়া এবং জুয়াইরিয়া ফেরদৌস ৮.৫ ওভারেই টার্গেট ছুঁয়ে ফেলেন। ফেরদৌস ২৫ এবং ছোঁয়া ১৪ রানে অপরাজিত ছিলেন।

SN
আরও পড়ুন