ইনজুরি থেকে মুক্তিই মিলছে না ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। দীর্ঘদিনের চোট কাটিয়ে গত মাসে মাঠে স্বরূপে ফেরার আভাস দিয়েছিলেন তিনি। কিন্তু সেই চোটের কারণে আবারও মাঠের বাইরে সান্তোস তারকা। ঘরের ক্লাব সান্তোস-এ ফিরে মাত্র কয়েক সপ্তাহ খেলতেই আবারও ইনজুরির শিকার হলেন ব্রাজিলিয়ান তারকা। নতুন এই চোটের কারণে জাতীয় দলে ফেরা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সাম্প্রতিক ইনজুরির কারণে নেইমার সান্তোসের হয়ে পাউলিস্তা চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে করিন্থিয়ান্স-এর বিপক্ষে ম্যাচে খেলতে পারেননি। প্রথমে তার অনুপস্থিতির কারণ জানানো না হলেও ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, নেইমার নতুন করে চোট পেয়েছেন।
রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নেইমার জুনিয়র কিছুটা অস্বস্তি অনুভব করছিলেন, তাই তিনি সান্তোসের স্কোয়াডে ছিলেন না।
পরে নেইমার নিজেই ইনজুরির কথা জানান। তিনি বলেন, দুর্ভাগ্যবশত গত কয়েক সপ্তাহ ধরে কিছুটা ব্যথা অনুভব করছিলাম। সত্যিই আমি দলকে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু সকালে পরীক্ষা করার পর বুঝতে পারলাম, ব্যথা আরও বেড়েছে। তাই খেলতে পারিনি।
বিশ্বকাপ বাছাইয়ে নেইমারের খেলা অনিশ্চিত
সান্তোসে যোগ দেওয়ার পর নেইমারের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাকে ব্রাজিল দলে ডাকা হয়েছিল। মার্চে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন তিনি। তবে নতুন এই ইনজুরির কারণে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
ব্রাজিল কোচ এবং মেডিকেল টিম এখন তার অবস্থা পর্যবেক্ষণ করছে। কয়েক দিনের মধ্যেই জানা যাবে চোট কতটা গুরুতর।
রোনালদোর গোলে আল নাসরের দাপুটে জয়