বাংলাদেশের চারজন নারী ফুটবলার ও ক্রিকেটার মঙ্গলবার (২২ এপ্রিল) কাতারের দোহায় আর্থনা সামিট-এ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্যস্ত দিন কাটিয়েছেন।
এই চার খেলোয়াড় হলেন- ফুটবলার আফিদা খন্দকার ও শাহেদা আখতার রিপা এবং ক্রিকেটার সুমাইয়া আখতার ও শারমিন সুলতানা। তারা মান্দারিন ওরিয়েন্টাল হোটেলে অনুষ্ঠিত সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার সঙ্গে অংশ নেন।
প্রধান উপদেষ্টা উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে চার খেলোয়াড়ের পরিচয় করিয়ে দেন এবং বাংলাদেশের নারী ক্রীড়ার পটভূমি ও তাদের অর্জন তুলে ধরেন।
সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে কাতার ফাউন্ডেশনের কর্মকর্তারা চার খেলোয়াড়কে স্বাগত জানান। সামিট চলাকালে তাদের সাক্ষাৎকারও নেন কাতার ফাউন্ডেশনের কর্মকর্তারা।
পরে প্রধান উপদেষ্টার সঙ্গে নারী খেলোয়াড়রা কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও আর্থনা সামিটের আয়োজক শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলাদেশে নারী ক্রীড়াবিদ হিসেবে তারা যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হন, সেগুলো তারা শেখ হামাদের সামনে তুলে ধরেন।
শেখ হিন্দ বিনতে হামাদ আল থানি, যিনি নিজেও একজন সাবেক কাতারি শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ এবং কাতারের আমিরের বোন, বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের জন্য একটি বিশেষ ডরমিটরি, জিমনেসিয়াম এবং অনুশীলন সুবিধা নির্মাণের আগ্রহ প্রকাশ করেন।
ফুটবলার আফিদা খন্দকার বলেন, কাতারি রাজকন্যার সঙ্গে জীবনের অভিজ্ঞতা ভাগাভাগি করেছি। এটি অসাধারণ একটি অভিজ্ঞতা। এখানে নিয়ে আসতে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞ।
পরে প্রধান উপদেষ্টা খেলোয়াড়দের সঙ্গে ব্রিটিশ অভিনেতা ইদ্রিস এলবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। যিনি সামিটে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন।
এ প্রথমবারের মতো বাংলাদেশের চারজন জাতীয় নারী ফুটবলার ও ক্রিকেটার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কাতার সফরে রয়েছেন।
টিভিতে আজ যেসব খেলা দেখবেন 