আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ সোমবার (১২ মে) বুয়েন্স আয়ার্সে যুক্তরাষ্ট্র দূতাবাসে ১৫ হাজার সহিংস আর্জেন্টাইন ফুটবল সমর্থকের তালিকা জমা দিয়েছেন। ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ এই সমর্থকদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে।
নতুন সংস্করণে আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রে ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ শুরু হয়ে শেষ হবে ১৩ জুলাই। আর্জেন্টিনা থেকে বোকা জুনিয়র্স ও রিভার প্লেট এবারের ক্লাব বিশ্বকাপে অংশ নেবে। টুর্নামেন্ট শুরুর প্রায় এক মাস আগেই সহিংস সমর্থকদের তালিকা জমা দিলেন আর্জেন্টিনার এই নিরাপত্তামন্ত্রী।
সাংবাদিকদের বুলরিখ বলেছেন, এই তালিকায় রয়েছেন ১৫ হাজারের বেশি মানুষ, যাদের স্টেডিয়ামে নিষিদ্ধ করা হবে। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধমূলক কাজ করা সহিংস কেউ এই আয়োজনে (ক্লাব বিশ্বকাপ) থাকতে পারবেন না।
