ঢাকা
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

অধিনায়কত্বের অ্যাসাইনমেন্ট এ মিরাজ

আপডেট : ১৩ জুন ২০২৫, ০২:০৬ পিএম

ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। এমন পরিস্থিতিতে এই ফরমেটে অধিনায়কত্ব পেয়েছেন মেহেদি হাসান মিরাজ। 
চলতি মাসে শ্রীলংকা সফর দিয়েই শুরু হচ্ছে তার অধিনায়কত্বের এসাইনমেন্ট। নাজমুল হোসেন শান্তর জায়গায় মেহেদি হাসান মিরাজের কাঁধে উঠেছে দায়িত্ব। আগামী এক বছরের জন্য এই দায়িত্ব পেয়েছেন তিনি।

ওয়ানডের নতুন অধিনায়ক শুক্রবার ( ১৩ জুন) সকালে মিরপুরে হোম অফ ক্রিকেটে সংবাদ সম্মেলন করলেন।

অধিনায়কত্ব, দলের পরিস্থিতি, সামনে লক্ষ্য নিয়ে তিনি বলেন, 'ক্যাপ্টেন ম্যাটার করে না। আমাদের টিম হয়ে খেলাটা ইম্পরর্ট্যান্ট। আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা দাঁড় করানোর। ১ বছরের ভেতর সবকিছু সেট করতে হবে।'

পূর্ণ অধিনায়ক হিসেবে প্রথমবার দায়িত্ব পাওয়া মিরাজ এর আগেও দলকে নেতৃত্ব দিয়েছেন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে চার ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি। ফলে দল সম্পর্কে ভালোই জানা আছে তার। দলের উপর রাখছেন আস্থা।

দলের ওপর আস্থার কথা জানিয়ে এরপর মিরাজ বলেন, 'আমি এই দলের ওপর পূর্ণ বিশ্বাস রাখি। আমাদের দলে প্রতিভার কোনো ঘাটতি নেই। আমরা সাহসী ক্রিকেট খেলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই। ইনশাআল্লাহ, আমরা দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করবো।'

RK
আরও পড়ুন