ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আইরিশদের বিপক্ষে ৩৫ রানের জয় কিউইদের

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০২:৪২ পিএম

খবরসংযোগ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডিলেইড ওভালে ’ডু অর ডাই’ গেমে আইরিশদের ৩৫ রানে হারিয়েছে কিউইরা।আইরিশদের বিপক্ষে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে গেল কিউইরা। এ জয়ে গ্রুপ ‘১’-এ শীর্ষ স্থান ধরে রাখলো কিউইরা। অন্যদিকে গ্রুপ ‘১’-এর দল আয়ারল্যান্ড সুপার টুয়েলভ থেকে বিদায় নিল।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান করে নিউজিল্যান্ড।  লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে দলীয় ৬৮ রানে আউট হন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবির্নি ২৫ বলে তিন ছয়ে ৩০ রান করেন তিনি। শেষ পর্যন্ত পল স্টার্লিংয়ের ৩৭, জর্জ ডকরেলের ২৩ রানে ৯ উইকেটে ১৫০ রান তুলে থামে যায় আয়ারল্যান্ড ।

কিউইদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন লোকি ফার্গুসন। এ ছাড়া মিচেল স্যান্টনার দুটি, ইশ সোধি দুটি ও টিম সাউদি দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে, ৩৫ বলে পাঁচ চার তিন ছয়ে ৬১ রান করে আউট হন উইলিয়ামসন। ১৮ বলে পাঁচ চার ও এক ছয়ে ৩২ রান করেন কিউই ওপেনার ফিন অ্যালেন। এ ছাড়া উইকেটরক্ষক ডেভন কনওয়ের ২৮, গ্লেন ফিলিপসের ১৭ রান ও ড্যারিল মিচেলের ৩১ রান করে।

কিউইদের বিপক্ষে হ্যাট্রিক করেন আইরিশ বোলার জোশুয়া লিটল। ৪ ওভারে ৩ উইকেটে ১৫ রান দেন এ বোলার। আইরিশ বোলারদের মধ্যে মার্ক অ্যাডায়ার একটি এবং গ্যারেথ ডেলানি দুটি উইকেট নিয়েছেন।

AHR
আরও পড়ুন