ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এ দ্বিতীয় হ্যাটট্রিক

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ০৩:২২ পিএম

খবরসংযোগ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ এর আসরে হ্যাটট্রিক করলেন আয়ারল্যান্ডের বাঁহাতি পেসার জশ লিটল। শুক্রবার (৪নভেম্বর) সুপার টুয়েলভে নিউজিল্যান্ডের ইনিংসে ১৯তম ওভারে হ্যাটট্রিক তুলে নেন লিটল। এবার অস্ট্রেলিয়া বিশ্বকাপে আরব আমিরাতের স্পিনার কার্তিক মেইয়াপ্পনের পর দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন তিনি।

১৯তম ওভারের দ্বিতীয় বলে কেইন উইলিয়ামসনকে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ বানান লিটল।  পরের বলে জিমি নিশামকে ফেলেন এলবিডব্লিউয়ের ফাঁদে।  ওভারের চতুর্থ বলেও মিচেল স্যান্টনারকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন লিটল। ৪ ওভারে ২২ রানে ৩ উইকেট নেওয়া লিটলই নিউজিল্যান্ডের ইনিংসে আয়ারল্যান্ডের সেরা বোলার।

লিটলের হ্যাটট্রিকটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪০তম হ্যাটট্রিক। আর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র দল হিসেবে দুটি হ্যাটট্রিকের গৌরব অর্জন করল আয়ারল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ষষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন লিটল। এর আগে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্রেট লি (২০০৭), নেদারল্যান্ডসের বিপক্ষে আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার (২০২১), দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০২১), ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (২০২১) এবং এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাটট্রিক করেন কার্তিক মেইয়াপ্পন।

AHR
আরও পড়ুন