প্রেমাদাসায় টস হেরে বোলিংয়ে বাংলাদেশপ্রেমাদাসায় টস হেরে বোলিংয়ে বাংলাদেশ টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফেরান তানজিম সাকিব। পরের ওভারে নিশান মাদুশকাকে বোল্ড করে বাংলাদেশকে উড়ন্ত শুরু এনে দেন তাসকিন। ৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৯ রান।
এরপর ঘুরে দাঁড়ানোর আশায় ব্যাট হাতে মাঠে নামেন কুশল মেন্ডিস, এদিন পিচে আসার পর থেকে ব্যাট চালিয়ে রান তুলছিলেন কুশল মেন্ডিস। ফিফটির কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে তানভীরের অভিষেক উইকেটে সাজঘরে ফেরেন তিনি। তার আগে ৪৩ বলে ৪৫ রান করেন এই ডান হাতি ব্যাটার।
লঙ্কানদের ১৯ ওভারে রান সংগ্রহ ৮৯।
শুরুতেই ৩ উইকেট নেই লঙ্কানদের