ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

২৩-০ গোলে জয়, মারিয়া মান্দা একাই করলেন ৮ গোল

আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৪:৫৫ এএম

ভুটানের ঘরোয়া ফুটবল ন্যাশনাল উইমেন্স লিগে বাংলাদেশের নারী ফুটবলারদের আরো একটি গোল উৎসবের দিন গেলো বৃহস্পতিবার (১৪ জুলাই)

থিম্পু সিটিতে খেলা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অভিজ্ঞ মিডফিল্ডার মারিয়া মান্দার জন্য বৃহস্পতি ছিল তুঙ্গে। এ দলে মারিয়া মান্দার সাথে খেলছেন শামসুন্নাহার সিনিয়র। গেলেফু এএফসির বিপক্ষে মারিয়া-শামসুন্নাহারা জিতেছেন ২৩-০ গোলে! মারিয়া মান্দা একাই করেছেন ৭ গোল।

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মারিয়া মান্দা জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।

প্রসঙ্গত, ভুটানের ঘরোয়া নারী লিগে চারটি ক্লাবে বাংলাদেশের ১২ জন ফুটবলার অংশ নিচ্ছেন।

khk
আরও পড়ুন