দীর্ঘ ভোগান্তির পর অবশেষে নেপাল পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের কাঠমান্ডু যাওয়ার ফ্লাইটটি নির্ধারিত ছিল দুপুর দেড়টায়। তবে বাংলাদেশ বিমানের সেই ফ্লাইট সাড়ে পাঁচ ঘণ্টা বিলম্বে সন্ধ্যা সাতটায় পুনঃনির্ধারিত হয়।
পরবর্তীতে বাংলাদেশ সময় রাত পৌঁনে আটটার দিকে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ঘণ্টা দেড়েক আকাশপথে ভ্রমণের পর রাত সাড়ে নয়টার দিকে কাঠমান্ডু পৌঁছান জামাল ভূঁইয়ারা।
এটি প্রথমবার নয়, নেপাল সফরে এর আগেও এমন বিড়ম্বনার শিকার হয়েছে বাংলাদেশ দল। একবার পুরো একদিন ফ্লাইট ডিলে থাকায় বিমানবন্দরের কাছের হোটেলে রাত কাটাতে হয়েছিল খেলোয়াড়দের। এবারও পাঁচ ঘণ্টার বেশি সময় জাতীয় দলের খেলোয়াড়রা অপেক্ষা করেছেন ইউসিবি লাউঞ্জে।
বাংলাদেশ বিমানের পক্ষ থেকে জাতীয় দলের জন্য কোনো বিশেষ ব্যবস্থা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় দলের স্পন্সর ইউসিবির সঙ্গে যোগাযোগ করে খেলোয়াড়দের লাউঞ্জে বিশ্রামের ব্যবস্থা করেন।
আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এই সিরিজে থাকছেন না ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরি। এছাড়া মোরসালিন, আল আমিন, ফাহমিদুল ও শ্রাবণ বর্তমানে খেলছেন অনূর্ধ্ব-২৩ দলে।
ভিয়েতনামের কাছে হেরে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাই শুরু 