ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শ্রীলঙ্কাকে মুক্তি দিয়ে রেকর্ড লজ্জায় ডুবলো প্রোটিয়ারা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ এএম

ওয়ানডে ক্রিকেটে ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা এত দিন ছিল শ্রীলঙ্কার দখলে। ২০২৩ সালের জানুয়ারিতে থিরুভানন্তপুরমে ভারত তাদের ৩১৭ রানে হারিয়ে রেকর্ড গড়েছিল। সেই রেকর্ডটিই এবার দক্ষিণ আফ্রিকা ভেঙে দিয়েছে—তবে জয় পেয়ে নয়, বরং ভরাডুবির মধ্য দিয়ে।

সাউদাম্পটনের এজিয়াস বোলে সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ৩৪২ রানে হেরেছে প্রোটিয়ারা। এতে শুধু ম্যাচ হারেনি, বরং ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জার মালিকানা শ্রীলঙ্কার কাছ থেকে নিজেদের ঘাড়ে তুলে নিয়েছে তারা।

প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ৪১৪ রান, জ্যাকব বেথেলের সেঞ্চুরি (১১০) আর ফিল সল্টের ঝোড়ো ৭৮ রানে গড়ে ওঠে এই পাহাড়। জবাবে ব্যাট হাতে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। জোফ্রা আর্চারের আগুনঝরা বোলিং (৪/১৮) আর রিস টপলির নিয়ন্ত্রিত স্পেলে গুটিয়ে যায় মাত্র ৭২ রানে।

ওয়ানডেতে সর্বোচ্চ ব্যবধানে হার (রানে)

রেকর্ড লজ্জায় প্রোটিয়ারা, শ্রীলঙ্কাকে দিল মুক্তি
৭২ রানে প্রোটিয়াদের অলআউট করে ইংল্যান্ডের ইতিহাস গড়া জয়
৩৪২ রান – দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, সাউদাম্পটন, ২০২৫
৩১৭ রান – শ্রীলঙ্কা বনাম ভারত, থিরুভানন্তপুরম, ২০২৩
৩০৯ রান – নেদারল্যান্ডস বনাম অস্ট্রেলিয়া, দিল্লি, ২০২৩
৩০৪ রান – যুক্তরাষ্ট্র বনাম জিম্বাবুয়ে, হারারে, ২০২৩
৩০২ রান – শ্রীলঙ্কা বনাম ভারত, মুম্বাই, ২০২৩
দক্ষিণ আফ্রিকার এই ব্যর্থতা ওয়ানডে ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে। লঙ্কানদের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে তারা বাঁচালেও, প্রোটিয়ারা পেল এক অপ্রত্যাশিত “লজ্জার খেতাব”। তবে প্রোটিয়াদের এর চেয়েও কম রানে অলআউট হওয়ার রেকর্ড আছে :

দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন ওয়ানডে স্কোর

৬৯ বনাম অস্ট্রেলিয়া, সিডনি, ১৯৯৩
৭২ বনাম ইংল্যান্ড, সাউদাম্পটন, ২০২৫
৮৩ বনাম ইংল্যান্ড, নটিংহ্যাম, ২০০৮
৮৩ বনাম শ্রীলঙ্কা, কলম্বো, ১৯৯৩
১০১ বনাম অস্ট্রেলিয়া, কেপটাউন, ২০২০

HN
আরও পড়ুন