ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৩

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৭ পিএম

এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে আজ বাংলাদেশ ও আফগানিস্তান মুখোমুখি। আবুধাবিতে অনুষ্ঠিত ‘বি’ গ্রুপের এই ম্যাচে টসে জয় এসেছে বাংলাদেশের।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এখন পর্যন্ত ৬ ওভার তিন বল শেষে এক উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৬৩ রান।  এদিকে অধিনায়ক লিটন দাস টসে জিতে নিয়েছেন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। গ্রুপ পর্বে সমীকরণে টিকে থাকতে হলে জিততেই হবে টাইগারদের, আর সম্ভব হলে বড় ব্যবধানে। 

আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নতুন বলে ধস নামিয়েছিল ব্যাটিং। এবার সে ভুল শুধরে নিতে ব্যাট হাতে শুরু করতে চাইলো বাংলাদেশ। একাদশে এসেছে চারটি পরিবর্তন। দলে ফিরেছেন তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, সাইফ হাসান ও নুরুল হাসান সোহান। বাদ পড়েছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও শেখ মেহেদী হাসান।

দুই দলের একাদশ-

বাংলাদেশ: লিটন দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

আফগানিস্তান: সেদিকউল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, এএম গাজানফার, ফজলহক ফারুকি।

LH/FJ
আরও পড়ুন