ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৪ উইকেটে হারিয়ে ১৩ ওভারে ভারতের সংগ্রহ ১২৪ রান   

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

ভারতের বিপক্ষে শুরুটা দারুণ করলেও জাকের আলির ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের শুরুতে চাপে থাকা ভারতীয় ব্যাটিং লাইনআপ এক পর্যায়ে তাণ্ডব চালিয়ে মাত্র ৬ ওভারে ৭২ রান তোলে।

ম্যাচের প্রথম ওভারে মাত্র ৩ রান দেন তানজিম হাসান সাকিব। তৃতীয় ওভারে উইকেটের সুযোগ তৈরি করেন তিনি, কিন্তু উইকেটের পেছনে সহজ ক্যাচ ফেলেন জাকের আলি। তখন ব্যাটসম্যান অভিষেক শর্মা ছিলেন মাত্র ৭ রানে।

এরপরই অভিষেক মারমুখী রূপে অবতীর্ণ হন। নাসুম আহমেদের ওভারে দুই ছক্কা ও এক চারে শুরু করেন হাত খোলা। পাওয়ার প্লের বাকি অংশে ভারতীয় ব্যাটসম্যানরা রীতিমতো ঝড় বইয়ে দেন। প্রথম ৩ ওভারে যেখানে ভারতের রান ছিল ১৭, সেখানে পরের ৩ ওভারে আসে ৫৫ রান।

বাংলাদেশের প্রথম সাফল্য আসে সপ্তম ওভারে। আক্রমণে এসে লেগ স্পিনার রিশাদ হোসেন তুলে নেন শুবমান গিলের উইকেট, যিনি ১৯ বলে ২৯ রান করেন। এর কিছুক্ষণ পরই অভিষেক শর্মা ২৫ বলে ফিফটি পূর্ণ করেন। নবম ওভারে আবারও আঘাত হানেন রিশাদ। এবার ফেরান মাত্র ২ রান করা শিবম দুবেকে।

এদিকে ১৩ ওভার শেষে ভারতের সংগ্রহ ৪ উইকেটে ১২৪ রান।     

LH/FJ
আরও পড়ুন