বাংলাদেশ ক্রিকেটে নজিরবিহীন অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় থেকে আজ মাঠের বদলে রাজধানীর শেরাটন হোটেলে জড়ো হচ্ছেন বিপিএলের ছয়টি দলের ক্রিকেটাররা।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) জানিয়েছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
পূর্ব ঘোষণা অনুযায়ী, বিপিএলের আজকের ম্যাচ শুরুর আগে বিতর্কিত ওই পরিচালক পদত্যাগ না করায় ক্রিকেটাররা মাঠে না ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। আজ দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ নির্ধারিত থাকলেও সাড়ে ১১টা পর্যন্ত কোনো দলই মাঠে পৌঁছায়নি। এর বদলে ক্রিকেটাররা শেরাটনে জড়ো হয়ে অভ্যন্তরীণ বৈঠক করছেন।
মূলত ক্রিকেটারদের বেতন ও ক্ষতিপূরণ নিয়ে নাজমুল ইসলামের ‘অবমাননাকর’ মন্তব্যের জেরে এই সংকটের সূত্রপাত। পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার গভীর রাতে বিসিবি পরিচালকদের সঙ্গে ক্রিকেটারদের বৈঠক হলেও কোনো সমাধান আসেনি।
আজকের সংবাদ সম্মেলন থেকে বিপিএল বর্জনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে পারে কোয়াব, যা দেশের ক্রিকেটকে চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।
বিপিএল বর্জনের হুঁশিয়ারি ক্রিকেটারদের
