ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ব্যাট হাতেই জবাব দিলেন সৌম্য

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১৫ এএম

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না সৌম্য সরকারের। জাতীয় দলের ব্যর্থতা টেনে নিয়ে এসেছিলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। গত ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৪ রানে শেষ হয়েছিল তার ইনিংস। ব্যর্থতার এই ধারাবাহিকতা তিনি বিপিএলেও অনুবাদ করেন।

বরিশালের এই ব্যাটার প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে মাত্র ১ রান আউট হয়েছিলেন। দ্বিতীয় ম্যাচে উন্নতির লক্ষণ ছিল, কিন্তু খুব ভালো যে করেছিলেন তা নয়। ১৭ রানে আউট হয়েছিলেন তিনি। মিরপুরে বিপিএলের প্রথম পর্বের শেষ ম্যাচে অবশ্য আশা জাগানিয়া একটা ইনিংসে করেছিলেন ৪২ রান।

এরপর বিপিএল মিরপুর থেকে পাড়ি জমায় সিলেটে। স্থান পরিবর্তন করলেও সৌম্য সরকারের অবস্থার পরিবর্তন হয়নি। সেই ব্যর্থতায় ঘুরপাক খেতে থাকেন সৌম্য সরকার। সিলেটে তিন ম্যাচে তার সংগ্রহ যথাক্রমে ১৭, ২০ ও ২৬। বিপিএল ফিরলো মিরপুরে। কিন্তু সৌম্য তার ব্যাটিংকে সেই ব্যর্থতায় আবদ্ধ রাখলেন। চট্টগ্রামের বিপক্ষে রান করার আগেই বিদায় নিলেন। তবে সব ব্যর্থতা পুষিয়ে দিলেন শনিবার (১০ ফেব্রুয়ারি)। ঢাকার বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলেছেন তিনি।

ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে ৪৮ বলে ৭৫ রানের ঝলমলে এক ইনিংস উপহার দেন। দর্শকদের আনন্দে মাতিয়েছেন আগুনে ব্যাটিংয়ে। তার ব্যাটিং তাণ্ডবে ঢাকার বোলারদের ছিলো নাভিশ্বাস ওঠার অবস্থা। একে একে চারটি বাউন্ডারি ছিল তার ইনিংসে। আর ওভার বাউন্ডারির সংখ্যাটা বাউন্ডারিকেও ছাড়িয়ে গিয়েছিল। আধা ডজন ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি। তার পাশাপাশি মাহমুদউল্লাহ খেলেছিলেন ৭৩ রানের ইনিংস। তাদের ইনিংসে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রান করেছিল ফরচুন বরিশাল। এমন এক ইনিংসের পর মাথা উঁচু করে মাঠ ছাড়াটাই স্বাভাবিক। সৌম্যও তাই করেছেন। কেননা, দলের জয় তো ছিলই, সঙ্গী হয়েছিল ম্যাচ সেরার পুরস্কারটাও।

SN/FI
আরও পড়ুন