ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সানিয়া নামে স্লোগানে মাঠে রাগান্বিত সানা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম

একসময়ের আলোচিত দম্পতি ছিলেন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। সানিয়ার সঙ্গে দীর্ঘদিনের সংসারে বিচ্ছেদের পর পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেছেন শোয়েব। সাধারণ পাকিস্তানি ক্রিকেটভক্তরাও হয়তো মানতে পারেননি শোয়েবের নতুন এই সম্পর্ক। সম্প্রতি পাকিস্তান সুপার লিগে খেলা দেখতে গিয়ে সানাকে লক্ষ্য করে ভক্তরা সানিয়া মির্জার নামে স্লোগান দেন। 

যা শুনে সানা জাভেদকে বেশ রাগতে দেখা যায়। গত ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগে মুলতানের মাঠে করাচি কিংসের বিরুদ্ধে মুলতান সুলতানের খেলায় দেখা গেল এই দৃশ্য। করাচির হয়ে এবারের মৌসুম খেলছেন শোয়েব। এই ম্যাচেই মাঠে গিয়েছিলেন সানা। বাউন্ডারির সামনে দাঁড়িয়েছিলেন তিনি। দর্শকদের নজরে আসতেই তারা সানিয়ার নামে চিৎকার করে স্লোগান শুরু করেন। 

এসব স্লোগানে সানা যে বিরক্ত তা ধরাও পড়েছে ক্যামেরার লেন্সে। দর্শকদের দিকে একবার তাকিয়ে মাঠ ছেড়ে চলে যান। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

তবে মাঠে শোয়েবের স্ত্রীর এমন এক পরিস্থিতি দেখতে হলেও, এর বিপরীতটাই ছিল শোয়েবের নিজের। পাকিস্তান সুপার লিগে ব্যাট হাতে শুরুটা ভালো করেছেন এই অলরাউন্ডার। করাচির হয়ে ৩৫ বলে ৫৩ রানের ইনিংস খেলেছেন তিনি। তার পরেও দলকে জেতাতে পারেননি। মুলতানের কাছে ৫৫ রানে হেরেছে করাচি।

উল্লেখ্য, ভারত-পাকিস্তান বৈরিতার মাঝেও ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শোয়েব মালিক ও সানিয়া মির্জা। দুজনেই নিজ নিজ খেলার নামি দুই তারকা। সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল এই দুজনের বিয়ে। 

শোয়েবের তৃতীয় স্ত্রী সানা মূলত পাকিস্তানের একজন অভিনেত্রী ও মডেল। একই সঙ্গে মেকআপ আর্টিস্টও। এই পাক মডেলের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে এক গায়কের সঙ্গে সংসার করেছিলেন তিনি। ২০১২ সালে বিজ্ঞাপনের মডেল হিসেবে তার ক্যারিয়ারের শুরু। সূত্র : ডেইলি পাকিস্তান, ক্রিকেট টাইমস।

NC/MR/SA
আরও পড়ুন