ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রথমেই লঙ্কান শিবিরে খালেদের জোড়া আঘাত

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১১:১০ এএম

সিলেট টেস্টের প্রথম পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ফিল্ডিং করছে বাংলাদেশ। খেলার দ্বিতীয় ওভারেই লঙ্কান শিবিরে আঘাত হেনেছেন খালিদ আহমেদ। ওভারের শেষ বলে লঙ্কান ওপেনার নিশান মাদুশকাকে তৃতীয় স্লিপের হাতের ক্যাচ বানান ডানহাতি এই পেসার।

এ সময় খালিদকে ড্রাইভ করতে গিয়ে ব্যাটে বলে ঠিক টাইমিং করতে পারেননি মাদুশকা। ফলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় মেহেদি হাসান মিরাজের কাছে। সুযোগটি পুরোপুরি লুফে নেন মিরাজ।

এর পরপরই দেখা মিলে দ্বিতীয় উইকেটের। ফের খালেদের বলে কুশাল মেন্ডিস স্লিপে ক্যাচ তুলে দিলে সেটি তালুবন্দি করেন হাসান।

ফলে দলীয় ৪০ রানে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১১.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৪১ রান।

SN/FI
আরও পড়ুন