আইপিএলের চলতি মৌসুমের শুরু থেকেই চলছে বিস্ফোরক ব্যাটিং। দলীয় সংগ্রহ যত বড়ই হোক না কেনো। তাতে যেন নেই কোনো স্বস্তি। হিমালয়সম স্কোরও যেন নিরাপদ নয়।
ইডেন গার্ডেনে শুক্রবার (২৬ এপ্রিল) রাতে কলকাতা নাইট রাইডার্স ২৬২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল। সেই বিশাল চ্যালেঞ্জিং টার্গেট ৮ উইকেট আর ৮ বল হাতে রেখেই স্পর্শ করে জয়ের বন্দরে পৌঁছে তার প্রমাণ রাখল পাঞ্জাব কিংস। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার বিশ্ব রেকর্ড এটি। আলোচিত রোমাঞ্চকর ম্যাচটি রেকর্ড বই ওলোট পালোট করে ফেলেছে। এবার নতুন সেই রেকর্ডের দিকে নজর দেওয়া যাক-
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়েছে পাঞ্জাব। তবে রান তাড়ার দিক থেকে এটি যৌথভাবে সর্বোচ্চ। পাঞ্জাব কিংসের আগে কীর্তিটার বনে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে ২৬২ রান করেছিল বিরাট কোহলিরা।
রেকর্ড গড়েছেন জনি বেয়ারস্টোও। আইপিএলে ২৫০ রানের অধিক লক্ষ্য তাড়ায় জাদুকরি তিন অঙ্ক ছোঁয়া প্রথম ব্যাটার হলেন তারকা এ ইংলিশ ক্রিকেটার।
আইপিএলের ১৭তম আসরে এ নিয়ে ২৫০ উর্ধ্ব দলীয় সংগ্রহ মিলল সপ্তমবারের মতো। যে কোনো টুর্নামেন্টের হিসাবে এটা সর্বোচ্চ। আইপিএলের বাইরে অন্য কোনো টি-টোয়েন্টি সিরিজ বা টুর্নামেন্টে তিনটির বেশি ২৫০ উর্ধ্ব দলীয় সংগ্রহের রেকর্ড নেই।
ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আসরে ৪টি দল নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ইনিংস হাঁকিয়েছে। সর্বোচ্চ ইনিংস উপহার দেওয়া চার হলো-সানরাইজার্স হায়দরাবাদ (২৮৭), কলকাতা নাইট রাইডার্স (২৭২), পাঞ্জাব কিংস (২৬২) ও মুম্বাই ইন্ডিয়ানস (২৪৬)।
ম্যাচে বল হাতে ৬০ রান খরচ করেন স্যাম কারেন। যা আইপিএলের ইতিহাসে কোনো ক্যাপ্টেনের সর্বোচ্চ খরুচে বোলিংয়ের অনাকাঙ্ক্ষিত রেকর্ড। আগের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ কাপ্তান প্যাট কামিন্স দেন ৫৫ রান। এক দিন ব্যবধানে কামিন্সকে বিব্রতকর রেকর্ড থেকে মুক্তি দিয়েছেন কারেন।
ম্যাচে ২৪টি ছক্কা হাঁকিয়েছে পাঞ্জাব কিংস। যা আইপিএলের এক ইনিংসে কোনো দলের সর্বোচ্চ ছক্কার রেকর্ড। আর কলকাতা ও পাঞ্জাব মিলে ছক্কা মেরেছে ৪২টি। যা কোনো টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।
ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের ইতিহাসে এই প্রথম দুদলের ৪ ওপেনার ২০০+ স্ট্রাইক রেটে কমপক্ষে ৫০ রান সংগ্রহ করেছেন। ফিলিপ সল্ট ৩৭ বলে ৭৫, সুনীল নারাইন ৩২ বলে ৭১, প্রভসিমরান সিং ২০ বলে ৫৪ ও জনি বেয়ারস্টো ৪৮ বলে ১০৮ রানের দুরন্ত সব ইনিংস খেলেন।
