ক্রিকেটারদের সঙ্গে স্কুল ছাত্রীদের অন্যরকম একদিন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৫ পিএম

সত্যিকার অর্থেই দারুণ একটা সময় কাটলো আমাদের। স্কুল পড়ুয়া মেয়েরা এতো বুদ্ধিদীপ্ত সব প্রশ্ন করলো আমরা সবাই অবাক হয়ে শুনলাম! এরা যে আমাদের ক্রিকেটারদের মনপ্রাণ দিয়ে সমর্থন করে, ভালোবাসে সেটা সেই আনন্দ নিয়েই ফিরলাম আমরা-’ এই মুগ্ধতা ঝরছিল জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের কণ্ঠে। 

হাবিবুল বাশার সুমন এখন বিসিবির নতুন দায়িত্বে। বিসিবির নারী ক্রিকেট দলের হেড অব অপারেশন্সের দায়িত্ব পালন করছেন তিনি। নারী দল এখন সিলেটে ভারতের সঙ্গে টি- টোয়েন্টি সিরিজ খেলছে। সোমবার (২৯ এপ্রিল) ছিল অনুশীলনের দিন। অনুশীলন শেষে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সুমন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তিন ক্রিকেটারকে সঙ্গে নিয়ে সিলেটের তিনটি নামকরা বিদ্যা প্রতিষ্ঠান পরিদর্শন করলেন। এই তিনটি স্কুল হলো আম্বরখানা গার্লস স্কুল, ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আনন্দ নিকেতন। 

হাবিবুল বাশার সুমনের সঙ্গে এই স্কুল পরিদর্শনে সঙ্গী ছিলেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, পেসার মারুফা আক্তার ও লেগ স্পিনার ফাহিমা। 

স্কুলের মেয়েরা তাদের প্রিয় ক্রিকেটারদের পাশে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠে। চলে অটোগ্রাফ পর্ব ও সেলফি তোলা। স্কুল পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘ আমার ক্রিকেটার হওয়ার শখ এবং স্বপ্ন ছিল সেই ছোটবেলা থেকেই। মেয়েরা সাধারণত ছোটবেলায় পুতুল নিয়ে খেলে। আর আমি বড় ভাইদের দেখে ক্রিকেটের ব্যাট-বল নিয়ে খেলতাম। ক্রিকেটার হওয়ার স্বপ্নটা আমি পূরণ করেছি। জাতীয় দলের জার্সি গায়ে খেলাটা যে কি আনন্দের ও গর্বের সেটা বলে বোঝানো যাবে না।’

স্কুলের মেয়েদের ক্রিকেট দলের পক্ষ থেকে ক্রিকেটারদের স্বাক্ষর করা জার্সি উপহার দেয়া হয়।

NC/WA
আরও পড়ুন