চবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়ছেন ৬০ জন

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১০:১২ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। এ বছর এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে গড়ে ৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় লড়ছেন।

ভর্তি পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী, ‘ডি’ ইউনিটে মোট সাধারণ আসন রয়েছে ৮৪৯টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫০৫টি। এই ইউনিটের অধীনে সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটসহ মোট ১২টি বিভাগের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সারা দেশের তিনটি বিভাগীয় কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২০ হাজার ৫৪২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৩ হাজার ৩৬৬ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রবেশপত্র প্রদর্শন সাপেক্ষে কেন্দ্রে প্রবেশের সুযোগ মিলবে। বেলা ১১টার পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা চলবে।

ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। প্রশ্নপত্রে বাংলা/ঐচ্ছিক ইংরেজি ৩০, ইংরেজি ৩০, বিশ্লেষণ দক্ষতা ২০ এবং সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকবে।

এদিকে, বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ‘ভাটিয়ারী ইন্টারন্যাশনাল ম্যারাথন’ উপলক্ষে আজ ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে। পরীক্ষার্থী ও অভিভাবকদের বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিএমএ কর্তৃপক্ষ।

ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রক্টরিয়াল বডি, পুলিশ, বিএনসিসি এবং রোভার স্কাউট সদস্যরা মোতায়েন রয়েছেন।

DR/AHA
আরও পড়ুন