ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শুরু এবং শেষ, উইলিয়ামসের দুটোতেই জড়িয়ে বাংলাদেশ

আপডেট : ১৩ মে ২০২৪, ১১:৪১ এএম

জিম্বাবুয়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন অলরাউন্ডার শন উইলিয়ামস। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিং তোপে পড়ে রানেই খাতাই খুলতে পারেননি। এরপর আর একাদশে জায়গা হয়নি তার। তার জায়গায় সুযোগ পাওয়া তরুণ জোনাথন ক্যাম্পবেল নজর করেছেন সুযোগ পেয়েই। টি-টোয়েন্টি ক্রিকেটের বাস্তবতা ওখানেই বুঝে গেছেন উইলিয়ামসন। তাই সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়ে ওখানেই টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন উইলিয়ামস।

বাংলাদেশের বিপক্ষে মিরপুরে সিরিজের পঞ্চম ম্যাচে জিম্বাবুয়ের হয়ে ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলেন উইলিয়ামস। এ ম্যাচে অবশ্য ব্যাট করতে হয়নি তাকে। তার আগেই জয় পেয়েছে তার দল। তবে বোলিংয়ে হাত ঘুরিয়েছেন। সেখানে উইকেট পাননি। খরচ করেছেন ১২ রান। 

এমন পারফরম্যান্সের পর তাই ক্রিকেটকে বিদায় জানানোটাকেই শ্রেয় মনে করেছেন এই ৩৭ বছর বয়সী ক্রিকেটার। তবে টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেও বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন তিনি।

জিম্বাবুয়ের হয়ে ২০০৬ সালে বাংলাদেশের বিপক্ষে খুলনায় অভিষেক হয় উইলিয়ামসের। এরপর দেশের হয়ে খেলেছেন ৮১টি টি-টোয়েন্টি। যেখানে ১৬৯১ রানের পাশাপাশি তার উইকেট সংখ্যা ৪৮টি। 

আরও পড়ুন