ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হতাশ তবে গর্বিত মার্করাম

আপডেট : ৩০ জুন ২০২৪, ০১:০৯ পিএম

প্রথমবারের মতো ফাইনালে উঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের সম্ভাবনা তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত তাদের হাতে ধরা দেয়নি সোনার হরিণ। হতাশ হয়ে ফিরতে হচ্ছে দেশে।

শনিবার বার্বাডোজে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে তারা ভারতের কাছে ৭ রানে হেরে যায়। আগে ব্যাট হাতে নেমে ভারত ১৭৬ রান করেছিল। জবাবে দক্ষিণ আফ্রিকা ১৬৯ রান করে।

ফাইনাল ম্যাচের আগে দক্ষিণ আফ্রিকা টুর্নামেন্টে অপরাজিত ছিল। তারপর স্বপ্নভঙ্গ হয় তাদের। স্বপ্ন পূরণের খুব কাছাকাছি এসেও হতাশায় ডুবতে হয়েছে তাদের। তবে দলের পারফরম্যান্সের জন্য গর্বিত দলটির অধিনায়ক এইডেন মার্করাম।

ম্যাচ শেষে মার্করাম বলেন, আমরা ভালো বোলিং করেছিলাম। স্কোরবোর্ডে যে রান ছিল তা তাড়া করা মোটেও কঠিন কিছু ছিল না। আমরা ভালো ব্যাটিং করেছি। ম্যাচের শেষ ওভার পর্যন্ত আমরা লড়াইয়ে ছিলাম। স্কোরবোর্ডে বড় রান থাকায় আমরা চাপে ছিলাম। কখনো স্বস্তিদায়ক ছিলাম না। শেষদিকে এসে হঠাৎ করে সবকিছু এলোমেলো হয়ে গেল। একটা সময় আমরা ভালো অবস্থানে ছিলাম। যার অর্থ আমরা যোগ্য দল হিসেবে ফাইনালে উঠেছিলাম।

মার্করাম আরও বলেন, দক্ষিণ আফ্রিকা সবসময় একটা প্রতিদ্বন্দ্বিতামূলক দল। তারা সব সময় লড়াই করতে জানে। এটাই আমাদের জন্য গর্বের।

ARS/FI