ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের বিশ্বরেকর্ড

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশের তরুণ তানজিদ হাসান তামিম। 

মঙ্গলবার (২ নভেম্বর) ফিল্ডার হিসেবে এক ইনিংসে পাঁচটি ক্যাচ নিয়ে তিনি বিশ্বরেকর্ড গড়েছেন। গ‍্যারেথ ডেলানি, মার্ক অ‍্যাডোয়্যার, ম‍্যাথু হামফ্রিজ ও জর্জ ডকরেলের পর বেন হোয়াইটের ক‍্যাচও তালুবন্দি করেন তিনি।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে তানজিদ তামিমের বিশ্ব রেকর্ডের দিনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১১৭ রানে অলআউট হয়ে গেছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করে পল স্টার্লিং। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও শরিফুল ইসলাম দুটি, শেখ মাহেদী ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

NB/FJ
আরও পড়ুন