ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গল টেস্ট

চান্দিমালের সেঞ্চুরিতে বড় রানের পথে শ্রীলঙ্কা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩১ পিএম

দিনেশ চান্দিমালের ব্যাটে ভর করে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে যাচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। চান্দিমালের ১১৬ রানের ওপর ভর করে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে ৩০৬ রান করেছে।

দুই ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে জয়ের মাঝ দিয়ে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। ভেনু্য পরিবর্তন হয়নি, দ্বিতীয় টেস্টও গলে অনুষ্ঠিত হচ্ছে।

টস জয়ের পর ব্যাট হাতে নামা শ্রীলঙ্কার শুরুটা মোটে স্বস্তিদায়ক ছিল না। দলীয় রান ২ হতেই বিদায় নেন ওপেনার পাথুম নিশাঙ্কা। মাত্র ৩ বলে ১ রান করে টিম সাউদির বলে উইকেটরক্ষক টম ব্লান্ডেলের হাতে ধরা পড়েন তিনি।

শুরুর এই ধাক্কা দারুণভাবে সামলে উঠেছে স্বাগতিক দল। ফলে দিনের বেশির ভাগ সময়টা হতাশায় কেটেছে সফরকারী দলের। দিমুথ কারুনারত্নে ও দিনের চান্দিমাল মিলে দ্বিতীয় উইকেটে ১২২ রান করেন। ৪৬ রানে রান আউট হন কারুনারত্নে। আর ২০৮ বলে ১১৬ রান করে ফিলিপসের বলে বোল্ড হন চান্দিমাল। ১৫টি বাউন্ডারি ছিল তার ইনিংসে।

দিনের বাকি সময়টা দারুনভাবে দলকে উজ্জ্বীবিত করেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও কামিন্দু মেন্ডিস। তারা এরই মধ্যে ৮৫ রানের জুটি গড়েছেন। অসাধারণ এক ইনিংস খেলেছেন মেন্ডিস। ৫৬ বলে ৫১ রানে অপরাজিত তিনি। আটটি বাউন্ডারির পাশাপাশি একটি ওভার বাউন্ডারিও রয়েছে তার ইনিংসে। আর ম্যাথুজ ৭৮ রানে।

শুক্রবার দ্বিতীয় দিনের শুরুতেই এই দুই ব্যাটারকে আউট না করতে পারলে নিউজিল্যান্ডের জন্য বড় ধরণের বিপদ হতে পারে। প্রথম ইনিংসে বড় রানের বোঝা তাদের ওপর চেপে বসতে পারে।

MMS
আরও পড়ুন