ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুককে ছাড়িয়ে শীর্ষে রুট

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১১:১৮ এএম

নতুন কীর্তিতে জো রুট। অ্যালিস্টার কুককে পেছনে ফেলে ইংল্যান্ডের ক্রিকেটে সবচেয়ে বেশি টেস্ট রান করার তালিকায় সবার উপরে উঠে এসেছেন। মুলতানে শুরু হওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিনে তিনি জো রুটের ১২৪৭২ রানকে টপকে যান।

জো রুট ১৭৬ রানে অপরাজিত। কাল যখন ৭১ রান করেছেন তখন তিনি কুককে টপকে গেছেন। ৩৩ বছর বয়সী রুট এরই মধ্যে ৩৫ সেঞ্চুরির দেখা পেয়েছেন। নতুন উচ্চতায় উঠে রুট বলেন, আমি অবশ্যই গর্বিত। এই সাফল্য আমাকে আনন্দ দেয়। তবে এখনো অনেক কাজ বাকি। আরও রান করতে হবে।

রুট আরও বলেন, ক্যারিয়ার শেষে আমি যখন পেছনের দিকে তাকাব তখন গর্ব অনুভব করবো। যাহোক এ ম্যাচ আমাদের ভালো করার সুযোগ রয়েছে। পরিস্কার করলে বললে আমাদের সামনে জয়ের সম্ভাবনা রয়েছে।

জো রুট এবারের টেস্ট নিয়ে ক্যারিয়ারে ১৪৭তম টেস্ট খেলছেন। ভারতের মাটিতে ১২ বছর আগে তার অভিষেক হয়েছিল। গতকাল কুককে টপকে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট রান করার পাশাপাশি আরো একটা কীর্তি গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান করার তালিকায় সেরা পাঁচে উঠে এসেছেন। তার সামনে আছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস, রিকি পন্টিং ও শচীন টেন্ডুলকার।

AHA/FI
আরও পড়ুন