ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মুলতান টেস্ট

কামরানের সেঞ্চুরিতে স্বস্তি পাকিস্তানের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৭:২৩ পিএম

ইংল্যান্ডের বিপক্ষে মুলতানে প্রথম টেস্টে বিধ্বস্ত পাকিস্তান ব্যাপক পরিবর্তন এনে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে। একই ভেন্যুতে শুরু হওয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা খুব একটা খারাপ কাটেনি স্বাগতিকদের। একই কথা বলা যায় সফরকারী ইংল্যান্ডের বেলাতেও। দেবুটান্ট কামরান গুলামের সেঞ্চুরিতে (১১৮) দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৫ উইকেটে ২৫৯ রান। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। তাদের সংগ্রহ যথাক্রমে ৩৭ ও ৫।

দিনের শেষভাগে এসে পাকিস্তান কামরান গুলামের উইকেট হারিয়েছে। এই উইকেটটা পাকিস্তানকে যেমন হঠাৎ করে একটু পেছনে ঠেলে দিয়েছে তেমনি ইংল্যান্ডকে স্বস্তি এনে দিয়েছে।

টস জয়ের পর পাকিস্তান আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুটা তাদের জন্য ছিল খুবই বিব্রতকর। মাত্র ১৯ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে তারা বিপদে। এমন সময় ওপেনার সায়েম আইয়ুব এবং দেবুটান্ট কামরান গুলাম দলের হাল ধরেন। তারা একদিকে যেমন উইকেট রক্ষা করেছেন তেমনি দলের সংগ্রহকে সমৃদ্ধ করেছেন। ১৪৯ রানের পার্টনারশিপ তাদের।

সায়েম আইয়ুব ৭৭ রানের ইনিংস খেলেছেন। মুলতানে অনুষ্ঠিত প্রথম টেস্টের উভয় ইনিংসে তিনি ব্যর্থ ছিলেন। এবার সেই ব্যর্থতাকে দূরে ঠেলে ক্যারিয়ারের পঞ্চম টেস্টে এসে তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৬০ বলে সাত বাউন্ডারি ছিল তার ইনিংসে। সায়েমের বিদায়ের পর আবার বিপর্যয়ের মুখে পড়ে পাকিস্তান। নতুন ব্যাটার সৌদ শাকিল মাত্র ৪ রান করে বিদায় নেন। তবে কামরান গুলাম ও মোহাম্মদ রিজওয়ান আবার হাল ধরেন। এ জুটি ৬৫ রান করেন। কামরান ১১৮ রানে শোয়েব বশিরের বলে বোল্ড হন। ২২৪ বলে ১১ বাউন্ডারি ও এক ওভার বাউন্ডারিতে তিনি এ রান করেন।

জ্যাক লিচ দুই উইকেট নিয়েছেন। এছাড়া ম্যাথিউ পটস, ব্রাইডন কার্সি ও শোয়েব বশির একটা করে উইকেট নেন।

AS/RH
আরও পড়ুন