সাকিবের পরিবর্তে দলে হাসান মুরাদ

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৭:১৪ পিএম

দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তার চাওযা অনুসারেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষিত দলে তাকে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু শেষ পর্যন্ত সাকিবের খেলা হচ্ছে না। নিরাপত্তাজনিত কারণে তিনি আসছেন না। তার পরিবর্তে দলে ডাকা হয়েছে হাসান মুরাদকে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে ক্রিকেট বোর্ড বিষয়টি নিশ্চিত করেছে।

জাতীয় দলের হয়ে এখনো কোনো ম্যাচ খেলেনি হাসান মুরাদ। গতবছর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাক পেলেও মাঠে নামা হয়নি তরুণ এই বাঁ হাতি স্পিনারের। এবার সাকিব না থাকায় তার অভিষেক হওয়ার সুযোগ রয়েছে।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, প্রথম শ্রেণীর ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করায় মুরাদকে ডাকা হয়েছে।

২০২১ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে নাম লেখান মুরাদ। এখন পর্যন্ত খেলেছেন ৩০টি ম্যাচ। ২১.০৪ গড়ে উইকেট নিয়েছেন ১৩৬টি। এক ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন ১১৯ রান দিয়ে। এক ম্যাচে সর্বোচ্চ নিয়েছেন ৯ উইকেট। ৫ উইকেট নিয়েছেন ১২বার। ৪ উইকেট ৫ বার। এ ছাড়া লিস্ট এ-তে ৫৪ ম্যাচে নিয়েছেন ৮৫ উইকেট।

ঢাকা টেস্টের প্রস্তুতিতে আজ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ২১ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৯ অক্টোবর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

AHA/WA
আরও পড়ুন