ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারত টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা দক্ষিণ আফ্রিকার

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৯:৪১ এএম

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের ব্যস্ততা শেষ হতেই এবার ভারত সফরের দিকে নজর প্রোটিয়াদের। ঘরের মাঠে আগামী ৮ নভেম্বর থেকে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এ লক্ষ্যে দল ঘোষণা করলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়ারা। চোট কাটিয়ে দলে ফিরেছেন মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কোয়েতজি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর ফের রোহিতদের মুখোমুখি হবে প্রোটিয়ারা। আগামী ৮ নভেম্বর মাঠে গড়াবে চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। বাকি ম্যাচগুলো ১০, ১৩ ও ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ভালো খেলার পুরস্কার হিসেবে দলে সুযোগ পেয়েছেন দুই নতুন মুখ। তারা হলেন অলরাউন্ডার মিহলালি মঙ্গোয়ানা ও অ্যান্ডিলে সিমেলান। 
 
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), রিজা হেনড্রিক্স, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, হেনরিখ ক্লাসেন, প্যাট্রিক ক্রুগার, ডেভিড মিলার, ডোনোভান ফেরেইরা, অ্যান্ডিলে সিমেলান, মিহলালি মঙ্গোয়ানা, এনকাবা পিটার, জেরাল্ড কোয়েতজি, মার্কো ইয়ানসেন, ওটনেইল বার্টমান, লুথো সিপামলা ও কেশব মহারাজ।

AHA/FI
আরও পড়ুন